তিন জেলায় বিভিন্ন দাবিতে মানববন্ধন

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২১, ০০:০০

স্বদেশ ডেস্ক
চট্টগ্রামের আনোয়ারায় ইছানগর খাল অবৈধ দখল ও ভরাটের প্রতিবাদে মানববন্ধন -যাযাদি
তিন জেলায় বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জের সাটুরিয়া, চট্টগ্রামের আনোয়ারা ও পটুয়াখালীর বাউফলে এ সব মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর : মানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়ায় কলেজ শিক্ষক শাহিনুর ইসলাম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার বিকালে সাটুরিয়া বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করেন। এতে এলাকার সব শ্রেণির মানুষ অংশ নেয়।মানববন্ধনে বক্তব্য রাখেন, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু, নিহত শিক্ষকের ভাই আব্দুল মান্নান প্রমুখ। আনোয়ারা (চট্টগ্রাম) : ইছানগর খাল অবৈধ দখল ও ভরাটের প্রতিবাদে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন, সাম্পান মাঝি কল্যাণ সমিতি ও বাংলাদেশ পরিবেশ ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার ইছানগর আজিমপাড়া মৎস্য বন্দর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইছানগর সাম্পান মালিক সমিতির সভাপতি এসএম পেয়ার আলীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশবিদ ও কর্ণফুলি নদী গবেষক প্রফেসর ডক্টর মুহাম্মদ ইদ্রিস আলী। সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আলীউর রহমান, মানববন্ধনে ব্রিজঘাট সাম্পান সমিতির সভাপতি জাফর আহমেদ। বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে দশম শ্রেণির শিক্ষার্থীরা। ২০২২ সালে ৩০ পার্সেন্ট সিলেবাসে এসএসসি পরীক্ষা দেওয়ার দাবিতে রোববার তারা এ বিক্ষোভ করে। মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়, পূর্বকালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়, এসকে ডিসি মাধ্যমিক বিদ্যালয়, মধ্যমদনপুর মাধ্যমিক বিদ্যালয়, সোনামুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় ও বিলবিলাস আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।