বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন উদ্‌যাপন

স্বদেশ ডেস্ক
  ১৯ অক্টোবর ২০২১, ০০:০০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে এবং প্রধানমন্ত্রী শেখ

হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দেশজুড়ের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর :

বরিশাল : শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কেএম জাহাঙ্গীরসহ অন্যরা।

টাঙ্গাইল : জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনির সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 'শেখ রাসেল দীপ্ত জয়োলস্নাস- অদম্য আত্মবিশ্বাস' শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন খান, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

রংপুর : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ। এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনাসহ ট্রেজারার, রেজিস্ট্রার, বঙ্গবন্ধু পরিষদসহ অন্যান্য বিভাগ ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

ঝিনাইদহ : জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল।

খুলনা : জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী।

বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য অ্যাডভোকেট এনায়েত আলী এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) সুশান্ত সরকার, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির, জেলা শিক্ষা অফিসার খো. রুহুল আমীন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএসএম সিরাজুদ্দোহা।

নড়াইল : নড়াইল কারিগরি প্রশিক্ষণ (টিটিসি) কেন্দ্রে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। টিটিসি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শামীম হোসেনের সভাপতিত্বে আলোচনা করেন সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার, শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী আসলাম খাঁন লুলু, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, শিক্ষানুরাগী মো. শফিজল ইসলাম মুন্না, দলিল লেখক আতিয়ার রহমান, নড়াইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সুলতান মাহ্‌মুদ, সাংবাদিক মোহাম্মদ আল আমিন, টিটিসির মো. সাজ্জাদুর রহমান, প্রশিক্ষক মো. ইউসুফ আলী, আব্দুল আহাদ, মেহেদি হাসান প্রমুখ।

নেত্রকোনা : শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান, সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুলস্নাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনির হোসেন, আরডিসি মো. সেলিম মিঞা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খবিরুল আহসানসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে ও পৌর হিসাব কর্মকর্তা মো. লিয়াকত আলীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মিলি আক্তার, শিপন হায়দার, তাকদির খান খাদেম, এনাম খাদেম, বাবুল মিয়া, পৌর সচিব মো. আলাউদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মমিন বাবুল, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ফয়ছেল আহাম্মদ খান, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ সাপলু প্রমুখ।

আগৈলঝাড়া (বরিশাল) : ইউএনও মো. আবুল হাশেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, থানা অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার, উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, সমাজসেবা অফিসার সুশান্ত বালা প্রমুখ।

আশুলিয়া (ঢাকা) : শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম আজাহারুল ইসলাম সুরুজের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নেওয়াজ চান, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য প্রার্থী রতন সরকার।

নিকলী (কিশোরগঞ্জ) : পদক্ষেপ জোনাল কো-অর্ডিনেটর মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন এরিয়া কো-অর্ডিনেটর নূর মোহাম্মদসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।

বারহাট্টা (নেত্রকোনা) : ইউএনও এস. এম. মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম। এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।

বেলকুচি (সিরাজগঞ্জ) : ইউএনও আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী দেলখোস আলী প্রামাণিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, শিক্ষক রাশেদ হাসান জিন্নাহ প্রমুখ।

বেতাগী (বরগুনা) : ইউএনও মো. সুহৃদ সালেহীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাকদুর রহমান ফোরকান, বেতাগী পৌরসভার মেয়র এ বি এম গোলাম কবির, ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, সহকারী কমিশনার (ভূমি) ফারহানা ইয়াসমিন, বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী শাখাওয়াত হোসেন তপু।

ভান্ডারিয়া (পিরোজপুর) : কেক কাটেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর। এ সময় উপস্থিত ছিলেন ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস, পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, নদমুলা ইউপি চেয়ারম্যান মো. মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না।

ভেদরগঞ্জ (শরীয়তপুর) : শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ইউএনও তানভীর আল নাসীফ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাফিউল মাজলুবিন রহমান, উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম, ভেটেরিনারি সার্জন মো. ফারুক হোসেন।

বোরহানউদ্দিন (ভোলা) : বোরহানউদ্দিন পৌরসভার প্যানেল মেয়র মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন কাউন্সিলর সেলিম রেজা, সালাউদ্দিন পঞ্চায়েত, কামাল হোসেন, পৌরসভার সচিব সচিব প্রণয় কুমার সাহা প্রমুখ। অন্যদিকে সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম ও ইউএনও মো. সাইফুর রহমান।

বিরল (দিনাজপুর) : ইউএনও মাহমুদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো. সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল ওয়াজেদ।

চারঘাট (রাজশাহী) : ইউএনও সৈয়দা সামিরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর মেয়র একরামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপস্নব।

চৌদ্দগ্রাম (কুমিলস্না) : উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান।

দৌলতপুর (কুষ্টিয়া) : ইউএনও আব্দুল জাব্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, মৎস্য কর্মকর্তা শহিদুল রহমান প্রমুখ।

ডিমলা (নীলফামারী) : উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীর মধ্যে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে তালের চারা বিতরণ করা হয়। আলোচনা সভায় ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী।

ডোমার (নীলফামারী) : ইউএনও শাহিনা শবনমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম প্রমুখ।

কলমাকান্দা (নেত্রকোনা) : ইউএনও মো. সোহেল রানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, ওসি আব্দুল আহাদ খান, মাধ্যমিক শিক্ষা অফিসার এফ. এম ওয়াজেদ আলী তালুকদার প্রমুখ।

কটিয়াদী (কিশোরগঞ্জ) : উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা চেয়ারম্যান ডা. মোস্তাকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদত হোসেন প্রমুখ।

কুতুবদিয়া (কক্সবাজার) : ইউএনও ডা. নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে সভায়  বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, থানার ওসি মো. ওমর হায়দার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।

লালমোহন (ভোলা) : ইউএনও পলস্নব কুমার হাজরার সভাপতিত্বে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ।

পূর্বধলা (নেত্রকোনা) : ইউএনও উম্মে কুলসুমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, পূর্বধলা থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম প্রমুখ।

জীবননগর (চুয়াডাঙ্গা) : ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার ওসি আব্দুল খালেক। ফুলবাড়ী (দিনাজপুর) : ইউএনও রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

গোয়ালন্দ (রাজবাড়ী) : ইউএনও আজিজুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভা মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ মোলস্না, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক বিপস্নব ঘোষ, দেঊগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমুখ।

কালিয়াকৈর (গাজীপুর) : ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মামুনুল হক, কালিয়াকের থানা অফিসার ইনচার্জ মনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ।

কাপাসিয়া (গাজীপুর) : ইউএনও এ কে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. আমানত হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া ইয়াছমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, শিক্ষা কর্মকর্তা সানজিদা আমীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুজ্জামান মিয়া প্রমুখ।

কাজীপুর (সিরাজগঞ্জ) : ইউএনও জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এ সময় আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম শাহাআলম মোলস্না, শিক্ষা অফিসার হাবিবুর রহমান প্রমুখ।

দেবিদ্বার (কুমিলস্না) : ইউএনও মো. আশিক উন নবী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দিন, দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম প্রমুখ।

ঘাটাইল (টাঙ্গাইল) : ইউএনও মো. সোহাগ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসরাম লেবু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সাইফুর রহমান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাম্মৎ ফারজানা ইয়াসমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পি প্রমুখ।

জৈন্তাপুর (সিলেট) : ইউএনও নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জৈন্তাপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রজিউলস্নাহ, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসাইন।

নবাবগঞ্জ (দিনাজপুর) : শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের এমপি মো. শিবলী সাদিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান, ইউএনও অনিমেষ সোম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান সরকার, উপজেলা প্রকোশলী মো. মনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেফাউল আজম প্রমুখ।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : ইউএনও রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুলস্নাহ আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেসবাহউদ্দিন প্রমুখ।

রূপসা (খুলনা) : ইউএনও রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুস সালাম মূর্শেদী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান প্রমুখ।

সাপাহার (নওগাঁ) : ইউএনও আব্দুল?্যাহ আল মামু?নের সভাপতি?ত্বে সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন খাদ?্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। বি?শেষ অ?তিথি ছিলেন উপজেলা চেয়ারম?্যান শাহ্‌জাহান হো?সেন মন্ডল, উপ?জেলা কৃষি কর্মকর্তা মু?জিবুর রহমান, উপ?জেলা মৎস কর্মকর্তা রোজিনা পার?ভিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অ?শিষ দেবনাথ প্রমুখ।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) : ইউএনও মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল প্রমুখ।

মাধবদী (নরসিংদী) : মাধবদী পৌরসভার মেয়র মো. মোশাররফ হোসেন প্রধান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবদী শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফেজুর রহমান হাফেজ, মাধবদী শহর যুবলীগের সভাপতি সাইদুর রহমান পাশা, মাধবদী পৌরসভার কাউন্সিলর পরিমল ঘোষ, শেখ ফরিদ, মো. হেলাল উদ্দিন, দেলোয়ার হোসেন, গৌতম ঘোষ প্রমুখ।

শিবপুর (নরসিংদী) : উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহসীন নাজিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. হারুনুর রশীদ খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপস্নব চক্রবর্তী প্রমুখ। এদিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা চেয়ারম্যান মো. হারুনুর রশীদ খান, ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, এসিল্যান্ড শাহরুখ খান, ওসি সালাহউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) : ইউএনও উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়াম্যান ফিরোজ আহমেদ রিজু, মেয়র তৌহিদুর রহমান মানিক, সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তারক নাথ কুন্ডু প্রমুখ।

শ্রীবরদী (শেরপুর) : ইউএনও নিলুফা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ. ডি. এম শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আতাউর রহমান, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক মেডিকেল অফিসার শাহনেওয়াজ নোমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।

শ্রীপুর (গাজীপুর) : ইউএনও তরিককুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি উজ্জ্বল কুমার হালদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমীন, প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুকুনুজ্জামান পলাশ, উপজেলা প্রকৌশলী রাকিবুল আহসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মোহিতুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী তাসজিদ আহমেদ, নির্বাচন কর্মকর্তা নোমান খান প্রমুখ।

তারাকান্দা (ময়মনসিংহ) : পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলুল হক, ইউএনও মিজাবে রহমত, সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহিদ পিংকি, উপজেলার আওয়ামী লীগের সভাপতি প্রদীপ চক্রবর্তী রনু ঠাকুর, সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন প্রমুখ।

তিতাস (কুমিলস্না) : ইউএনও এ টি এম মোর্শেদের সভাপতিত্বে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এসিল্যান্ড আবু নওশাদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আ. মান্নান মিয়া, কৃষি অফিসার মো. সালাহউদ্দিন, তিতাস থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম প্রমুখ।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : ইউএনও মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল করিম, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সুন্দরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মোশাররফ হোসেন বুলু, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে