শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৯ অক্টোবর ২০২১, ০০:০০

আলোচনা সভা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ভবিষ্যৎ প্রজন্ম যাতে আলোর পথ দেখতে পায় সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। জ্বালাও পোড়াও কোনো মানুষের কাজ হতে পারে না। আমরা আর কোনো অন্যায়, অনাচার, হত্যাকান্ড দেখতে চাই না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেল তথা বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের হত্যা মামলার সব আসামির দ্রম্নত গ্রেপ্তার ও ফাঁসি কার্যকর করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুাজবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে সোমবার দুপুরে গাজীপুর প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন ও যুগ্ম সম্পাদক মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মলিস্নক, সাংবাদিক নাসির উদ্দিন আহমদ, আবুল হোসেন, মো. মুজিবুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মো. আমিনুল ইসলাম, খায়রুল ইসলাম প্রমুখ।

দোয়া মাহফিল

ম স্টাফ রিপোর্টার, নীলফামারী

শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, জেলা যুব মহিলা লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার, উপজেলা প্রকৌশলী নুর উদ্দিন আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ। এদিকে জেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়ায় অংশগ্রহণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, প্যানেল চেয়ারম্যান দেওয়ান বিপস্নব আহম্মেদ, সদস্য সাইদুর রহমান অ্যাপোলো, আব্দুল হান্নান ও শিউলী আক্তার।

খাবার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে শেখ রাসেলসহ তার পরিবারের নিহত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে কালীগঞ্জ শহরের আড়পাড়া জেএসসি কারিগরি এতিমখানায় এ দোয়া ও খাবার বিতরণ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করেন ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগর।

দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদ্‌যাপিত হয়েছে। সোমবার ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন মো. শহীদুজ্জামান সরকার এমপি। শ্রদ্ধা নিবেদন শেষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক সরকার, পৌর মেয়র আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা প্রমুখ।

মতবিনিময় সভা

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইউএনও মো. লিটন সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শহীদুজ্জামান সরকার এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, পত্নীতলা থানার ও.সি-২ (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার প্রমুখ।

সভা অনুষ্ঠিত

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

ইউএনও শেখ জোবায়ের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। শিক্ষক নেলি দেবীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক, কৃষি কর্মকর্তা রমজান আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার প্রমুখ।

জন্মদিন পালিত

শার্শা (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ

হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় অনুষ্ঠান প্রচার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলীফ, সহকারী কমিশনর (ভূমি) রাসনা শারমিন মিথী, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান, বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান, শার্শা উপজেলা ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুলস্নাহ আল রাসেল। এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে ১০০টি তাল গাছের চারা বিতরণ করেন।

পুষ্পমাল্য অর্পণ

নাটোর প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভা

পঞ্চগড় প্রতিনিধি

শেখ রাসেলের প্রতিকৃতিত্বে পুষ্পাঞ্জলী অর্পণ করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। পরে জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচিতে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন অংশ নেন।

জন্মদিন পালন

পাবনা প্রতিনিধি

পাবনায় যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেলের জন্মদিন পালন করেছে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, মহিলা লীগসহ বিভিন্ন সংগঠন। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা ও সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিয়া ইয়াসমিন জলি, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে