শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদ্‌যাপিত

স্বদেশ ডেস্ক
  ২০ অক্টোবর ২০২১, ০০:০০
সাভারে শেখ রাসেলের জন্মদিনে শিশুদের নিয়ে কেক কাটেন আওয়ামী লীগ নেতা রাজু আহমেদ -যাযাদি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিভিন্ন স্থানের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :

সাভার : আসন্ন আশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. রাজু আহমেদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার আশুলিয়ার গৌরিপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় রাজু আহমেদ বলেন, 'বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন স্বাধীন বাংলাদেশ পেতাম না, তেমনি শেখ হাসিনার জন্ম না হলে আমরা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ পেতাম না। শেখ রাসেলকে আমরা ধারণ করেছি আমাদের অন্তরে। শেখ রাসেল বেঁচে থাকবে চিরকাল।'

ধুনট (বগুড়া) : ইউএনও সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এসি ল্যান্ড বরকত উলস্নাহ, থানার ওসি কৃপা সিন্ধু বালা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম প্রমুখ।

হাতিয়া (নোয়াখালী) : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর হাতিয়া এরিয়া অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রিকের এরিয়া ম্যানেজার মিতুল খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ সেলিম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম লাভলী, শাখা ব্যবস্থাপক মোজাম্মেল হোসেন প্রমুখ। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত শেষে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জামালগঞ্জ (সুনামগঞ্জ) : ইউএনও বিশ্বজিত দেবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. অলিদুজ্জামান, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।

কানাইঘাট (সিলেট) : ইউএনও সুমন্ত ব্যানার্জীর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, পৌর মেয়র লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, এসি ল্যান্ড মুনমুন নাহার আশা, থানার ওসি মো. তাজুল ইসলাম প্রমুখ।

মোলস্নাহাট (বাগেরহাট) : ইউএনও মো. ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, থানা ওসি সোমেন দাস ও অধ্যক্ষ এল জাকির হোসেন।

নবীগঞ্জ (হবিগঞ্জ) : ইউএনও শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসি ল্যান্ড উত্তম কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন।

নকলা (শেরপুর) : উপজেলা আওয়ামী যুবলীগের কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আ. রশিদ সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম সোহেল উপস্থিত ছিলেন।

ধনবাড়ী (টাঙ্গাইল) : ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আব্দুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধোপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ধোপাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে