বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ

হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কর্মসূচি

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২১, ০০:০০

স্বদেশ ডেস্ক
হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রঘোষিত কর্মসূচি হিসেবে শান্তি ও সম্প্রীতির জন্য ভোলার লালমোহনের্ যালি অনুষ্ঠিত হয় -যাযাদি
দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ও মন্দির ভাঙচুর, হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ, গণঅনশনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে শনিবার এ কর্মসূচি পালন করে। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর- খুলনা : হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। বরিশাল : বরিশালে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার নগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করে বরিশাল রিপোর্টার্স ইউনিটি। ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর-প্রতীক, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন প্রমুখ। ভোলা: সংগঠনের জেলা আহ্বায়ক অবিনাশ নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভোলা প্রেস ক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান, সাবেক সভাপতি অধ্যক্ষ এম ফারুকুর রহমান, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাবেক সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, স্থানীয় দৈনিক আজকের ভোলার সম্পাদক মো. শওকত হোসেন প্রমুখ। গাইবান্ধা : সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক পরেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন রণজিৎ বকসী সূর্য্য, বিজয় কুমার দেব বাবলু, প্রভাত অধিকারী, সুজন প্রসাদ, চঞ্চল সাহা, মাখন চন্দ্র সরকার, পলাশ চাকী, রকিদেব, রঞ্জন সাহা প্রমুখ। দিনাজপুর : দিনাজপুরের রামকৃষ্ণ মিশন মাঠে এ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দসহ রামকৃষ্ণ মিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা। পঞ্চগড় : পঞ্চগড়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গণঅবস্থান কর্মসূচিতে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি বাবু কল্যাণ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মণ, সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায় বক্তৃতা করেন। পাবনা : পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরের সামনে কর্মসূচির আয়োজন করে। সংগঠনের সভাপতি বাবু চন্দন কুমরা চক্রবর্র্তীর সভাপতিত্বে ও সম্পাদক বিনয় জ্যোতি কুন্ডুর পরিচালনায় বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও লেখক রণেশ মৈত্র, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাদল ঘোষ, কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সৌমিত্র সাহা অপু প্রমুখ। মানিকগঞ্জ: মানিকগঞ্জে শহীদ স্মৃতিস্তম্ভের স্মৃতিফলকে অধ্যাপক অমরেন্দ্র রায়ের নেতৃত্বে এবং বাসুদেব সাহার সভাপতিত্বে সংগঠনের সভাপতি গুরুদাস রায়, মানিকগঞ্জ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্ণী চ্যাটার্জী প্রমুখ উপস্থিত ছিলেন। নাটোর : নাটোর প্রেস ক্লাবের সামনে সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পূজা উদ্‌যাপন পরিষদ জেলা শাখার সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার, সংগঠনের সভাপতি চিত্ত সাহা, সাধারণ সম্পাদক সুব্রত সরকার, উপদেষ্টা মন্ডলীর সদস্য নগেন্দ্র চন্দ্র রায়সহ নেতৃবৃন্দ। মোহনগঞ্জ (নেত্রকোনা) : মোহনগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে শনিবার জগন্নাথ জিউর আখড়ার সামনে গণ অনশন পালিত হয়েছে। সংগঠনের উপজেলা সভাপতি অমল সরকারের সভাপতিত্বে গণ অনশনে বক্তব্য রাখেন পৌর মেয়র লতিফুর রহমান রতন, উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, মোহনগঞ্জ থানার ওসি রাশেদুল হাসান, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র পাল, অধ্যাপক বিপস্নব রায়, দুলাল ধর, বিকাশ চন্দ্র দাস প্রমুখ। মির্জাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মির্জাপুরের কলেজ রোডে গণ অনশনে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ উপজেলা সভাপতি উত্তম কুমার সেন লালু। সংগঠনের সাধারণ সম্পাদক নিরঞ্জন পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ্বাস, সাবেক পৌর মেয়র চন্দনা দে, বাবু রণদা প্রসাদ ঘোষ প্রমুখ। মাগুরা : মাগুরার নোমানী ময়দান শহীদ মিনার চত্বরে গণ অনশন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট সনজিৎ কুমার বিশ্বাস। সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্র গোপালের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্বপ্না বিশ্বাস, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রদু্যত কুমার সিংহ, পূজা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য বাসুদেব কুন্ডু প্রমুখ। জয়পুরহাট : জয়পুরহাটে বারোয়ারী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি। বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা আহ্বায়ক রতন কুমার খাঁ, সদস্য সচিব অ্যাডভোকেট স্বপন তালুকদার, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট হৃষিকেশ সরকার, সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর প্রমুখ। ঈশ্বরদী (পাবনা) : পাবনার ঈশ্বরদীতে পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সন্তোষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, সাংবাদিক স্বপন কুমার কুন্ডু, মুরাদ আলী মালিথা, আসাদুর রহমান বীরু, সুনীল কুমার চক্রবর্তী প্রমুখ। বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদ বিক্ষোভ সমাবেশ ও পথসভা করেছে। বিক্ষোভ শেষে বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে পথসভায় বক্তব্য দেন পরিষদের সভাপতি অপূর্ব কুমার রায়, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নীলকণ্ঠ রায়, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বিনোদ কুমার কুন্ডু, সহসভাপতি প্রভাত কুমার রায়, ঐক্যের পরিষদের সাংগঠনিক সম্পাদক সুকান্ত চন্দ্র সিংহ প্রমুখ। সালথা (ফরিদপুর) : ফরিদপুরের সালথায় উপজেলা মাল্টি পারপাস হলরুম কাম অডিটোরিয়াম সেন্টারে সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সালথা থানার ওসি মো. আসিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সার্কেল) সুমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণচন্দ্র বর্মণ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিদুল ইসলাম, সালথা প্রেস ক্লাবের সভাপতি সেলিম মোল্যা প্রমুখ। সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের সিরাজদিখানে সন্তোষপাড়া মোড়ে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি বিমল দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন রাজবংশীর সঞ্চালনায় গণঅনশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি গোবিন্দ দাস পোদ্দার, সাধারণ সম্পাদক জয়হরি মলিস্নক, যুগ্ম সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘোষ। কলমাকান্দা (নেত্রকোনা) : নেত্রকোনার কলমাকান্দায় শুক্রবার শ্রী-রামকৃষ্ণ আশ্রম ও জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে নেতৃত্ব দেন কেশব রঞ্জন রায়, নিলয় সাহা, অনুজ চক্রবর্তী, রাখাল চন্দ্র বণিক, শুভাস সাহা, প্রান্ত সাহা বিভাস, রুপন সাহা প্রমুখ। পত্নীতলা (নওগাঁ) : সংগঠনের উপজেলা সভাপতি রমেন চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আ. আহাদ রাহাদ, নওগাঁ জেলা পরিষদের সদস্য ফাতেমা জিন্না ঝর্না, সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক সুদর্শন সাহা প্রমুখ। ডিমলা (নীলফামারী) : ডিমলা উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিমলা উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক শৈলেন চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক নিতাই কুমার রায় প্রমুখ। তালা (সাতক্ষীরা) : সংগঠনের উপজেলা সভাপতি ঘোষ স্বরজিৎ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন খলিলনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক প্রণব ঘোষ বাবলু। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। রাজাপুর (ঝালকাঠি) : উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আলম সরফরাজ দুপুর ১২টার দিকে অনশনকারীদের মুখে খাবার তুলে দিয়ে এ প্রতীকী অনশন ভঙ্গ করেন। অনশনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন স্থানীয় এমপি বজলুল হক হারুন। এ সময় বক্তব্য রাখেন পূজা উদ্‌যাপন সভাপতি সঞ্জিব কুমার বিশ্বাস, সহ-সভাপতি রতন দেবনাথ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয় রাম তেওয়ারী, সাধারণ সম্পাদক নিত্যানন্দ সাহা প্রমুখ। বাবুগঞ্জ (বরিশাল) : সুজন'র উপজেলা কমিটির সভাপতি খালেদা ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদ মুন্নার সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ প্রমুখ। লালমোহন (ভোলা) : শান্তি ও সম্প্রীতির জন্য ভোলার লালমোহনের্ যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এমপি। সমাবেশে সভাপতিত্ব করেন সুজন উপজেলা কমিটির সমন্বয়কারী জসিম জনি। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।