বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যবিপ্রবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অসাম্প্রদায়িক পরিবেশ বজায় থাকবে

ম স্টাফ রিপোর্টার, যশোর
  ২৫ অক্টোবর ২০২১, ০০:০০

দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আনোয়ার হোসেন বলেছেন, বিশ্ববিদ্যালয়ে যে অসাম্প্রদায়িক পরিবেশ রয়েছে, সেটা বজায় থাকবে। গভীর রাতেও যদি আপনারা কোনো সমস্যায় পড়েন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সব সময় আপনাদের পাশে আছি।

শনিবার দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দুর্গাপূজা-পরবর্তী মতবিনিময় সভায় অধ্যাপক ডক্টর মো. আনোয়ার হোসেন এসব কথা বলেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ডক্টর বিপস্নব কুমার বিশ্বাস, অ্যাগ্রো প্রডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মৃতু্যঞ্জয় বিশ্বাস, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর সুব্রত মন্ডল, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, গ্রন্থাগারিক (চলতি দায়িত্ব) স্বপন কুমার বিশ্বাস, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত) পরিতোষ কুমার বিশ্বাস প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে