বন্যার ক্ষতি পরিদর্শন করলেন পাউবো'র মহাপরিচালক

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২১, ০০:০০

ম স্টাফ রিপোর্টার, নীলফামারী
তিস্তায় আকস্মিক উজানের ঢলে সৃষ্ট বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শনে রোববার নীলফামারীতে আসেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহা পরিচালক ফজলুর রশিদ। এ সময় তিনি বলেছেন, ডেল্টা পস্ন্যানের আওতায় ইতোমধ্যে এ অঞ্চলের ছোট ছোট নদী খনন করা হয়েছে। এতে নদীগুলোর পানি ধারণক্ষমতার পাশাপাশি ড্রেনেজ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ফলে গত বছর পরপর পাঁচটি বন্যা আঘাত হানলেও বন্যার পানির উচ্চতা বাড়েনি। ডেল্টা পস্ন্যানের আওতায় ছোট ছোট খাল-বিল ও নদীগুলোকে আনতে পারলে এ অঞ্চলে বন্যার প্রকোপ হ্রাস পাবে। তার সঙ্গে উপস্থিত ছিলেন- পাউবোর অতিরিক্ত মহাপরিচালক এ কে এম সামছুল আলম, নকশা ও গবেষণা বিভাগের প্রধান প্রকৌশলী এনায়েত উলস্নাহ, উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা প্রমুখ।