শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ

ম স্বদেশ ডেস্ক
  ২৫ অক্টোবর ২০২১, ০০:০০

দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ও মন্দির ভাঙচুর, হিন্দু ধর্মালম্বীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন সংগঠনের উদ্যোগে রোববার এসব কর্মসূচি পালিত হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর :

নোয়াখালী : জেলা শহরের টাউন হলের মোড়ে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উদ্যোগে প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নোয়াখালী আবৃত্তি একাডেমি, কোম্পানীগঞ্জ কবিতা পরিষদ, সুবর্ণচরের আবৃত্তি সংগঠন অনির্বাণ '৭১, লক্ষ্ণীপুর আবৃত্তি চর্চা কেন্দ্র, লক্ষ্ণীপুর আবৃত্তি একাডেমি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন শব্দ কুটিরসহ বিভিন্ন সংগঠনের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন কৈশোর। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, নোয়াখালী আবৃত্তি একাডেমির উপদেষ্টা সাংবাদিক আবু নাছের মঞ্জু, লক্ষ্ণীপুর আবৃত্তি চর্চা কেন্দ্রের সভাপতি অধ্যাপক কার্তিক সেন গুপ্ত প্রমুখ।

মানিকগঞ্জ : মানিকগঞ্জে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট দিপক কুমার ঘোষের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের ডেপুটি কমান্ডার মুমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, জেলা মাহিলা আওয়ামী লীগের সভাপতি নীনা রহমান, সাধারণ সম্পাদক লক্ষ্ণী চ্যটার্জি, সুশাসনের জন্য নাগরিক (সুজন) মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কচি প্রমুখ।

ওসমানীনগর (সিলেট) : সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার এলাকায় জাতীয় হিন্দু মহাজোটের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি অরুণ দেব, সহ-সভাপতি সমর বিজয় দেব, সাধারণ সম্পাদক অঞ্জন দাশ, সাংগঠনিক সম্পাদক পীযুষ কান্তি দেব, দিপংকর দেবনাথ, সহ-সাধারণ সম্পাদক অজয় দে, যুব মহাজোট সভাপতি শক্তি দেব সঞ্জয়, সহ-সভাপতি বিজয় দেব, মতি দত্ত, সাধারণ সম্পাদক রাজীব দাশ পুরকায়স্থ প্রমুখ।

অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ও উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আয়োজনে রোববার হাসপাতাল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আলীমুর রাজিব, মেডিকেল অফিসার ও সহকারী সার্জন ডা. সাদিয়া জাহান, ডা. ফারিয়া রহমান, ডা. মাহাফুজুর রহমান প্রমুখ।

বারহাট্টা (নেত্রকোনা) : বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বারহাট্টা সি.কে.পি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা শাহ মো. আব্দুর কাদের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপক কুমার সাহা সেন্টু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আব্দুস শহীদ খান সেজু, নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত ভৌমিক, কৃষকলীগের সভাপতি টুপুর জোয়ারদার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে