সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
পুনর্মিলনী অনুষ্ঠিত ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন কালিহাতী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী শনিবার উদ্‌যাপন করা হয়। এলেঙ্গা রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ডক্টর জান্নাত আরা হেনরী। ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু নাসেরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, কালিহাতী আওয়ামী লীগ সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, ?যুবলীগের কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন, এফবিসিসিআইয়ের পরিচালক খান? আহমদ শুভ, এলেঙ্গার পৌর মেয়র নূর-এ-আলম সিদ্দিকী প্রমুখ। ফোরামের মানববন্ধন ম ফরিদপুর প্রতিনিধি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রোববার ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে আওয়ামী সাংস্কৃতিক ফোরাম। সংগঠনের সভাপতি আলতাফ মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাউন্সিলর বিধান কুমার সাহা, অ্যাডভোকেট চিরঞ্জিত রায়, প্রশান্ত সাহা, কাজী আল আহসান কলেস্নাল, শাহজাহান ফকির, খোকন বিশ্বাস, আখতারি জাহান ববি, নুসরাত তানিয়া প্রমুখ। অক্সিজেন সহায়তা ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাধারণ মানুষের জন্য অক্সিজেন সহায়তা দিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থা (কেকেএস)। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে করোনা পরীক্ষার ব্যবস্থাও করা হয়। বিতরণ করা হয়েছে ২০ হাজার মাস্ক। ৬টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাসহুদুর রহমান সাজেদ, সহসভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট রাশিদুল হাসান রুবেল, দপ্তর সম্পাদক আশরাফুল হক সোহেল, সদস্য কাজী গোলাম রাব্বানী রোমানসহ অন্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিদ্যালয় পরিদর্শন ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের নব প্রতিষ্ঠিত আবদুল হাকিম উচ্চ বিদ্যালয় ও গহিরা উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয় শনিবার পরিদর্শন করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী, পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ ও বিদ্যালয় পরিদর্শক ডক্টর বিপস্নব গাঙ্গুলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন, ইউপি চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ, আবদুল হাকিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ বরণ সরকার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল হাকিম প্রমুখ। কান্তজীউ মন্দির পরিদর্শন ম কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরে ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দির শনিবার পরিদর্শন করেছেন মনোরঞ্জন শীল গোপাল এমপি ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক রতন চন্দ্র পন্ডিত। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, দিনাজপুর প্রেস ক্লারের সভাপতি স্বরুপ কুমার বকসী বাচ্চু, উপজেলা কমিশনার (ভূমি) মীর মো. আল কামাহ তমাল, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ সিং, থানার ওসি রইস উদ্দীন, রাজ দেবোত্তর এস্টেটের সদস্য শ্যামল কুমার ঘোষ, ডা. ডিসি রায়, সঞ্জয় কুমার মিত্র, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সভাপতি কামাল হোসেন প্রমুখ। প্রীতি ফুটবল ম্যাচ ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে শনিবার মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পলাশ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলাকে মাদকমুক্ত করতে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্‌ এমপি। মাদকদ্রব্য নিন্ত্রয়ণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজিদুল হাসানের পরিচালনায় এবং সিপাহি রজত চন্দ্র দাশের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোলস্না, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. সামছ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, উপজেলা চেয়ারম্যান মো. সফর উদ্দিন, ইউএনও অফিসার মো. সাদি উর রহিম জাদিদ প্রমুখ। সংবাদ সম্মেলন ম গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে শনিবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যানের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ইউপি চেয়ারম্যান প্রভাষক মো. মোজাম্মেল হক। তিনি দাবি করেন, ২১ অক্টোবর বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন