সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
সেমিনার অনুষ্ঠিত ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার নিরাপদ খাদ্য নিশ্চিতে আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান মজুমদার। বক্তব্য রাখেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহকারী পরিচালক তানজিম আহম্মেদ রাকীব, বগুড়া জেলা কার্যালয়ের খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেল, সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল প্রমুখ। বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের আনোয়ারায় শনিবার বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও আলোচনা সভা বখতেয়ার পাড়া চারপীর আউলিয়া (রা.) উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা সংসদের সভাপতি মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী। সহকারী শিক্ষক লিপি রানী দাশ ও ইমরান হাসান রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ, বিদ্যালয় পরিদর্শক ডক্টর বিপস্নব গাঙ্গুলী প্রমুখ। চাল বিতরণ ম রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালীতে সরকারি নিষেধাজ্ঞার ২২ দিন মা-ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের মধ্যে রোববার ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় তিন হাজার ৬৩৫ কার্ডধারী জেলের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার জুয়েল শিকদার, উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি নেছার উদ্দিন, ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া, সদস্য মো. কাশেম মোলস্না, হালিম খান, লাল মিয়া প্রমুখ। মতবিনিময় সভা ম ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক শনিবার নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে মতবিনিময় সভা করেছেন। করনসী গ্রামে চেয়ারম্যানের বাড়িতে অনুষ্ঠিত সভায় সৈয়দ আনোয়ার আলীর সভাপতিত্বে ও যুবনেতা মিজানুর রহমান এবং সৈয়দ শাহজান আলীর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান হারুন মিয়া, সৈয়দ কওছর আহমদ, গোয়ালাবাজার বণিক সমিতির সভাপতি আবদুর রব গেদা মিয়া, ইউপি সদস্য তছন মিয়া, গোয়ালাবাজারের সেক্রেটারি তাজউদ্দিন আহমদ প্রমুখ। স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ম শিবপুর (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর শিবপুরে মরহুম সুবেদার মেজর মনসুর আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শনিবার থেকে লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান। বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জহিরুল হক ভূঞা মোহন এমপি। বিশেষ অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, থানার ওসি মো. সালাহউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল প্রমুখ। মোড়ক উন্মোচন ম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শিল্পকলা একাডেমি উদ্যোগে শনিবার উপজেলা মিলনায়তনে লিটল ম্যাগাজিন সতত সরাইলের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মোহাম্মদ আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে ও প্রকাশনা উপকমিটির সদস্য মাহবুব খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকাশনা উপকমিটির সদস্য সচিব আইয়ূব খান। মূল প্রবন্ধ পাঠ করেন উপকমিটির আহ্বায়ক সঞ্জীব কুমার দেবনাথ। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন, সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রাশেদ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান প্রমুখ। মতবিনিময় সভা ম কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি কাজিপুরের সোনামূখীতে মা ও শিশু মৃতু্য কমানোর লক্ষ্যে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সোনামূখী ইউনিয়নের পাঁচগাছি গ্রামে ইউপি চেয়ারম্যান শাহজাহান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কানাডিয়ান অ্যাম্বাসির ডা. মোমেনা, ইউনিসেফের ডা. সামিমা, ডা. নাজমান, ডা. ডেটোওয়ার, ইউএনএফপিএ-এর ডা. হাসান, ডা. ববিরেওয়েট ও কাজিপুরের টিএইচও ডা. মোমেনা পারভীন পারুল প্রমুখ। পরে ডাক্তাররা সোনামূখী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন।