শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৫ অক্টোবর ২০২১, ০০:০০

ব্যবসায়ীর মৃতু্য

ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় গাছ থেকে নারকেল পাড়তে গিয়ে রোববার দোতলা বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে শরিফুল আলম বাচ্চু (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃতু্য হয়েছে। পৌর এলাকার দক্ষিণ পৈরতলা মাজার গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু ওই এলাকার মৃত আজগর আলীর (লক্ষ্ণী মেম্বার) ছেলে। পুলিশ জানায়, বাচ্চু দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। বেশ কয়েক বছর আগে তিনি দেশে ফিরে ইজিবাইকের যন্ত্রপাতির ব্যবসা শুরু করেন।

ভর্তি পরীক্ষা শেষ

ম ইবি প্রতিনিধি

গুচ্ছ পদ্ধতির অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মানবিক অনুষদভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে বি ইউনিটের জন্য ৫ হাজার ৯১৬ জন শিক্ষার্থী আবেদন করেন। পরীক্ষা চলাকালে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ভিসি প্রফেসর ডক্টর শেখ আবদুস সালাম। এ সময় প্রো-ভিসি প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ডক্টর আলমগীর হোসেন ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বাল্যবিয়েমুক্ত

ম উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নকে প্রাথমিক পর্যায়ে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করা হয়েছে। রোববার ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের সহযোগিতায় এবং পান্ডুল ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার মঙ্গার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। বক্তব্য রাখেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল আজিজ, মাওলানা আব্দুল গফুর, পান্ডুল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা

ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে রোববার গোয়ালেন চর উচ্চবিদ্যালয় মাঠে মুজিব শতবর্ষ ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ. সালাম, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আ. খালেক আকন্দ প্রমুখ।

বিশেষ আলোচনা

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুরে হরিসভার সভাপতি কৃষ্ণ চন্দ্র দাসের সভাপতিত্বে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন হরি সভার সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দে, গোপীনাথ জিওর আখরার সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পদ্ম লোচন ধর, দিলীপ কুমার দাস, বিপস্নব রায়, রথীন্দ্র নাথ চৌধুরী আশু, মাস্টার হরিপদ নান্টু, পিয়াস বসাক ও কৃষ্ণ ধন দাস প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে