বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ম চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
  ২৫ অক্টোবর ২০২১, ০০:০০

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, মাদক ব্যবসায়ী বা মাদক সেবন ও চোরকারবারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি যে দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

শনিবার রাজশাহীর চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা, বাঘা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, বাঘা উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌর মেয়র আব্দুর রাজ্জাক, বাঘা উপজেলা কৃষি অফিসার শফিউলস্নাহ সুলতান, চারঘাট সার্কেলের সিনিয়র এএসপি প্রণব কুমার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিল্পব ও চারঘাট মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে