মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

'অর্থের বিনিময়ে কোনো কমিটি দেওয়া হবে না'

ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ২৫ অক্টোবর ২০২১, ০০:০০

বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কোনো মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজকে কমিটিতে ঠাঁই দেওয়া হবে না। অর্থের বিনিময়ে কোনো কমিটি দেওয়া হবে না। আমরা নিজেদের মতো করে খোঁজ-খবর নিচ্ছি। যারা নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করছেন তাদেরকেই কমিটি গঠনে মূল্যায়ন করা হবে। নৈরাজ্যবাদী কেউই কমিটিতে স্থান পাবে না, সে ব্যাপারে আমি আপনাদের আশ্বাস দিলাম।'

শনিবার বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দীর্ঘ চার বছর পর অনুষ্ঠিত জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে