শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টেকনাফ থেকে তেঁতুলিয়া হানিফের পদযাত্রা শুরু

ম টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  ২৫ অক্টোবর ২০২১, ০০:০০

নাগরিকদের নির্বিঘ্ন পরিবেশে ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করতে ও আইন প্রণয়নের মাধ্যমে শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া হানিফ বাংলাদেশি নামে এক ব্যক্তি পদযাত্রা শুরু করছেন। রোববার সকালে টেকনাফ শাপলা চত্বর জিরো পয়েন্ট থেকে এ যাত্রা শুরু করেন।

কর্মসূচি সম্পর্কে হানিফ বাংলাদেশি বলেন, মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত দেশের সংবিধানে বলা আছে রাষ্ট্রের মালিক জনগণ। রাষ্ট্রের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠার প্রথম শর্ত হলো ভোটাধিকার। স্বাধীনতার ৫০ বছর ধরে যে দল যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, সে দলই কম-বেশি ভোটাধিকার গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে। আজকের যে পরিচিতি তা একদিনে তৈরি হয়নি। সব শাসক দলের অপরাজনীতি এই চরম অবস্থা সৃষ্টি করেছে। এ ভয়াবহ অবস্থার উত্তরণও একদিনে সম্ভব নয়। তিনি আরও জানান, পথে পথে মানুষের সঙ্গে কথা বলবেন ও ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবি সংবলিত লিফলেট বিতরণ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে