তিন জেলায় তিন লাশ

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৮, ০০:০০

স্বদেশ ডেস্ক
তিন জেলায় গত দুইদিনে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। বরগুনার বেতাগীতে রাজমিস্ত্রি, নওগঁার মান্দায় নারী ও কিশোরগঞ্জের হোসেনপুর কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। সংবাদদাতাদের পাঠানো খবর : বেতাগী (বরগুনা) : বরগুনার বেতাগীতে খাল থেকে বজলুর রহমান খলিফার (৫৬) নামে এক রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকাল ৫ টায় উত্তর হোসনাবাদ গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। বেতাগী থানার অফিসার ইনচাজর্ মো. কামরুজ্জামান মিয়া বলেন, শরীরের কোথায় কোন আঘাতের চিহ্ন পাওয়া যানি, গোছলের সময় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে পোস্ট মটের্ম রিপোটের্র পর মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে। মান্দা (নওগঁা) : নওগঁার মান্দায় শয়নঘরের দরজার সামনে থেকে জিন্নাতুন ওরফে জিন্না নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগঁা হাসপাতাল মগের্ পাঠানো হয়েছে। নিহত জিন্না উপজেলার মীরপুর গোল্লাপাড়া গ্রামের মজিবর সরদার ওরফে গেনার মেয়ে। স্থানীয়রা জানান, নিহত জিন্না দীঘির্দন ধরে বাবার বাড়ির অদুরে বাড়ি নিমার্ণ করে একাকি বসবাস করে আসছিলেন। সকালে তার ভাতিজি ফারজানা ফ্রিজে রাখা মাছ নিতে এসে জিন্নার গলাকাটা লাশ দেখে চিৎকার শুরু করে। মুহুতের্ গ্রামের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশে সংবাদ দেন তারা। মান্দা থানার অফিসার ইনচাজর্ (ওসি) মোজাফফর হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত জিন্নার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মগের্র্ পাঠানো হয়েছে। হোসেনপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ওবায়দুল্লাহ মুন্না (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার শাহেদল ইউনিয়নের দরিয়াবাজ এলাকার একটি বাড়ির পিছনের জঙ্গল থেকে অধর্গলিত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওবায়দুল্লাহ মুন্না (১৫) উপজেলার শাহেদল ইউনিয়নের শাহেদল-মধ্যপাড়া গ্রামের মো. নুরুল হুদার ছেলে এবং স্থানীয় ডিএস দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, উপজেলার শাহেদল ইউনিয়নের দরিয়াবাজ এলাকার একটি বাড়ির পিছনের জঙ্গলে অধর্গলিত মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।