নীলফামারী তথ্য অফিসের সংবাদ সম্মেলন

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৮, ০০:০০

নীলফামারী প্রতিনিধি
নীলফামারী জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের সাফল্য অজর্ন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ, উদ্বুদ্ধকরণ এবং উন্নয়ন কাযর্ক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে তথ্য অফিসের হলরুমে জেলায় কমর্রত বিভিন্ন ইলেট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকমীের্দর ব্রিফিং করেন জেলা তথ্য কমর্কতার্ মামুন অর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী জেলা তথ্য কমর্কতার্ প্রকাশ চন্দ্র রায়। ব্রিফিং এ জানানো হয়, গত এক দশকে ৬৯০ কিলোমিটার রাস্তা পাকা, ১৫০টি ভবন নিমার্ণ, ৩৪টি স্থাপনা, আড়াই কোটি বই বিতরণ, ১০৭১টি প্রাথমিক বিদ্যালয়ে দেয়া হয়েছে মাল্টিমিডিয়া সামগ্রীসহ নানা উপকরণ।