শাবিতে ভতির্ ফি ৩৯ শতাংশ নয়, ১০ শতাংশ বৃদ্ধি

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৮, ০০:০০

শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবষের্র স্নাতক ১ম বষের্র ভতির্ ফি প্রায় ১০% বৃদ্ধি করে ৭৫০০ টাকা নিধার্রণ করা হয়েছে। যা গত বছর ছিল ৬৮৫০ টাকা। বুধবার উপাচাযর্ অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে ৩৯% ভতির্ ফি বৃদ্ধির আশঙ্কা করা হয়েছিল তার নিষ্পúত্তি হয়েছে। জানা যায়, ভতির্ ফি বৃদ্ধি উল্লেখ করায় এর বিরুদ্ধে আন্দোলন এবং উপাচাযর্ বরাবর স্মারকলিপি জমা দেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন। এরই প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলে ফি ১০% কমানো হয়। এদিকে বুধবার ভতির্ ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করে সাধারণ শিক্ষাথীর্রা।