ধর্মপাশা, চাটখিল ও দুপচাঁচিয়ার ২৪ ইউনিয়নে ভোট ৫ জানুয়ারি

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২১, ০০:০০

ম স্বদেশ ডেস্ক
ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ১০টি, নোয়াখালীর চাটখিলে ৯ ও বগুড়ার দুপচাঁচিয়ার পাঁচটিসহ দেশের ৭০৭টি ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার কমিশনের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট: ধর্মপাশা (সুনামগঞ্জ): ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ১০ ও বগুড়ার দুপচাঁচিয়ার পাঁচটিসহ দেশের ৭০৭টি ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী ৭ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৯ ডিসেম্বর। প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বরের পরে ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন। চাটখিল (নোয়াখালী) : নোয়াখালীর চাটখিল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। চাটখিল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ হলো সাহাপুর, রামনারায়নপুর, পরকোট, বদলকোট, মোহাম্মদপুর, পাঁচগাঁও, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ, নোয়াখলা ও খিলপাড়া ইউনিয়ন। দুপচাঁচিয়া (বগুড়া) : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী এ উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের মধ্যে জিয়ানগর, চামরুল, দুপচাঁচিয়া সদর, গুনাহার ও গোবিন্দপুর ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মেয়াদ শেষ হওয়ার কারণে ইতোমধ্যেই তালোড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এবার জিয়ানগর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৩৬৫ জন। চামরুল ইউনিয়নে ২৩ হাজার ২১২, দুপচাঁচিয়া সদরে ১৫ হাজার ৩৬৪ গুনাহার ইউনিয়নে ২২ হাজার ৫৫২ এবং গোবিন্দপুর ইউনিয়নে ২৬ হাজার ৬২১ জন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা খাতুন জানান, দুপচাঁচিয়ার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।