জাতীয় সূচকে রংপুরে প্রথম ডোমার উপজেলা স্বাস্থ্যবিভাগ

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২১, ০০:০০

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্যবিভাগ জাতীয় সূচকে (ঐঝঝ ঝপড়ৎরহম) বিভাগীয় পর্যায়ে রংপুর বিভাগে ১ম স্থান এবং জাতীয় পর্যায়ে সারা দেশের মধ্যে ৬ষ্ঠ স্থান অধিকার করেছে। অভূতপূর্ব এ সাফল্যের জন্য উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা আনন্দে ভাসছেন। সবাই কাজ করছেন ফুরফুরে মেজাজে। স্বাস্থ্য কমপেস্নক্সে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর সারাদেশে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সগুলোকে বিভিন্ন ইনডিকেটর বা পরিমাপক দ্বারা পর্যালোচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ (এইচএসএস) রেটিংসে স্কোরের মাধ্যমে র?্যাংকিং করে থাকে। এরই আওতায় ২০২১ সালে প্রসব-পরবর্তী সেবা, সিজারিয়ান অপারেশন, মাইনর সার্জারি, ব্রেস্ট ফিডিংসহ অন্যান্য সেবা এবং স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দৌড়ে ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগ এ র?্যাংকিং অর্জন করে। এছাড়াও করোনা রোগী শনাক্ত, সু-চিকিৎসা প্রদান, পরামর্শ এবং করোনা বিষয়ে সচেতনতা প্রচার, সেই সঙ্গে চিকিৎসক, নার্সসহ সম্মুখযোদ্ধারা স্থানীয় জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করতে গিয়ে ১২ জন চিকিৎসক ও কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। গণটিকা কার্যক্রমেও জেলায় প্রথম স্থান অধিকার করে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান বারী জানান, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসক স্বল্পতা থাকলেও দীর্ঘদিন ধরে বন্ধ থাকা অপারেশন, সিজার কার্যক্রম, এক্স-রে সেবাসহ সব কার্যক্রম বর্তমানে চালু রয়েছে। সম্মানিত নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর কবিরের নির্দেশনায় আমরা কাজ করছি। ডোমার উপজেলা স্বাস্থ্যবিভাগ গোটা উপজেলার মুখ উজ্জ্বল করতে সক্ষম হয়েছে। এজন্য উপজেলা স্বাস্থ্যবিভাগ গর্বিত। উপজেলা স্বাস্থ্যবিভাগের সব স্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীসহ, সব পর্যায়ের মাঠকর্মীকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।