নারদ নদের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২১, ০০:০০

নাটোর প্রতিনিধি
নাটোর শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া নারদ নদের তীরে গড়ে তোলা অবৈধ স্থাপনা অপসারণের অভিযান ফের শুরু করেছে জেলা প্রশাসন। তার আগে করোনা মহামারির প্রাদুর্ভাব দেখা দিলে অভিযান স্থগিত করা হয়েছিল। মঙ্গলবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসানের নেতৃত্বে শহরের নাটোর সদর হাসপাতাল মোড় এলাকায় হেমাঙ্গিনী ব্রিজের দক্ষিণপ্রান্ত থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়। ক্ষতিগ্রস্তদের অভিযোগ তাদের পুনর্বাসন না করেই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। তারা তাদের পুনর্বাসনের ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান বলেন, 'নারদ নদের সীমানায় যত বড় প্রভাবশালী ব্যক্তিই তাদের স্থাপনা গড়ে তুলুক না কেন সব স্থাপনাই উচ্ছেদ করা হবে। সেই উচ্ছেদের অংশ হিসেবে মঙ্গলবার তাদের অভিযান শুরু হয়েছে।' নারদ নদে প্রাণ ফিরিয়ে আনার জন্য দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক শামিম আহমেদ।