ঢাবির শবনম জাহানকে সহযোগী অধ্যাপক পদে পুনর্বহালের নির্দেশ

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০২১, ০০:০০

যাযাদি রিপোর্ট
ডাকসু নির্বাচনে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে বস্তাভর্তি ব্যালট বাক্স উদ্ধারের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তৎকালীন ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ শবনম জাহানকে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক পদে পুনর্বহালের নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এদিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সালাহউদ্দিন দোলন। ২০১৯ সালের ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে আগেই ব্যালটে সিল মারার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট অধ্যাপক শবনম জাহানকে অব্যাহতি দেওয়া হয়। নতুন প্রভোস্ট হিসেবে অধ্যাপক মাহবুবা নাসরীনকে দায়িত্ব দেওয়া হয়। ওই বছরের ২৯ মার্চ সিন্ডিকেট সভায় অধ্যাপক শবনমকে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন হয়। তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার পর ২০২০ সালের ২০ জুলাই সিন্ডিকেটে তাকে সহযোগী অধ্যাপক থেকে পদাবনতি দিয়ে সহকারী অধ্যাপক করেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অধ্যাপক শবনম। গত বছর রিটের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট।