মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ঝিনাইদহে পুলিশি বাধার অভিযোগ
স্বদেশ ডেস্ক
  ০৫ ডিসেম্বর ২০২১, ০০:০০
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল -যাযাদি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ছাত্রদল। ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের বাধার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া কিশোরগঞ্জের বাজিতপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা যুবদল। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্টে বিস্তারিত :

নীলফামারী : বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে নীলফামারীতে বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলা ছাত্রদল। শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রদলের সভাপতি সালেকিন আহমেদ সজিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, জেলা শাখার সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান কাজল, পৌর ছাত্রদলের সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস জীবন, সরকারি কলেজ শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক রাজু পারভেজ ও সদস্য সচিব পায়েলুজ্জামান রকসি প্রমুখ।

মৌলভীবাজার : মৌলভীবাজারে শনিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল। জেলা ছাত্রদল সভাপতি রুবেল আহমদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইসহাক আহমদ রাহিনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ নিশাত, সহ-সভাপতি রিপন মিয়া, জাকির হোসেন অপু, রাকিব আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ আহমদ, জায়েদ আহমদ, আরাফাত ময়নুল খান, দপ্তর সম্পাদক রুমেল আহমদ মাসুম, সহ-সাধারণ সম্পাদক সাইফুর রহমান রাব্বী প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বিকালে পৌর এলাকার পুনিয়াউটে বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কিছুদূর যাওয়ার পর পুলিশের বাধায় পড়লে সেখানেই নেতা-কর্মীরা সড়কে বসে পড়েন। এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি শেখ মো. হাফিজুলস্নাহ।

ঝিনাইদহ : শনিবার সকালে প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের সমাবেশে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী অংশ নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন স্স্নোগান দেন। সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি এসএম শমেনুজ্জামান শমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সহসাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পারভেজ, যুগ্ম সম্পাদক বাবলুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক সাইদু রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়।

বাজিতপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের শোভারামপুর গ্রামে শনিবার জেলা যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট শাহ্‌ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মস্তুফা আমিনুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক এম আবুল খায়ের, থানা যুবদলের সদস্য সচিব আনিছুর রহমান খোকন, কবির হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কৌশিক আহমেদ সৌরভ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে