শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বদলগাছীতে ভাতিজা খুন পলাশবাড়ীতে লাশ উদ্ধার

স্বদেশ ডেস্ক
  ০৫ ডিসেম্বর ২০২১, ০০:০০

নওগাঁর বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধা চাচার হাতে ভাতিজা খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাদা মিয়া ওরফে সাদা ডাকাত নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট -

বদলগাছী (নওগাঁ) : বদলগাছীতে মুক্তিযোদ্ধা চাচার হাতে ভাতিজা খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে দুইজনকে আসামি করে বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, শুক্রবার সকাল ১০টায় উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত খোকা সোনারের ছেলে রীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক (৭৫) তার ভাতিজা জবাইদুলকে (৫০) লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তাকে জয়পুর হাট সদর হাসপাতালে নিয়ে গেলে তার মৃতু্য হয়।

জবাইদুলের ছেলের বউ কমেলা জানায়, 'আমার শ্বশুর সকালে একটি কোদাল দিয়ে আমাদের বাড়িতে আসার ভাঙ্গা রাস্তায় মাটি দিতে যায়। এ সময় আমার চাচা শ্বশুর আব্দুল খালেক সেখানে গিয়ে বিবাদ সৃষ্টি করে। কথা কাটাকাটির একপর্যায়ে আমার শ্বশুর জবাইদুলকে গলাটিপে ধরে। কিছুক্ষণ পর আবার চাচা শ্বশুরের ছেলে বেলাল হোসেন সন্ন্যাসতলা স্কুলের শিক্ষক লাঠি নিয়ে এসে মারপিট করতে থাকলে গুরুতর আহত হয়। প্রতিবেশীরা তাকে জয়পুর হাট সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য ঘটে।

গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বড় গোবিন্দপুর নিশানতারা ব্রিজের কাছ থেকে শনিবার সকালে পুলিশ সাদা মিয়া ওরফে সাদা ডাকাত (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত সাদা মিয়া ওই গ্রামের আব্দুল হান্নানের ছেলে। স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রাম এলাকার নিশানতারা ব্রিজ সংলগ্ন এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে। পরে পলাশবাড়ী থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানানা, নিশানতারা ব্রিজ সংলগ্ন স্থানে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এ খবর পেয়ে সাদা মিয়ার লাশ উদ্ধার করা হয়। সাদা মিয়ার বিরুদ্ধে ডাকাতি মামলাসহ একাধিক মামলা রয়েছে। লাশের শরীরের একাধিক স্থানে ছরিকাঘাতের চিহ্ন দেখা যায়। তবে কে বা কারা তাকে মেরে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে