রাঙামাটির ঘাগড়া শ্রম কল্যাণ কমপেস্নক্সের উদ্বোধন

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২১, ০০:০০

স্টাফ রিপোর্টার, রাঙামাটি
দেশের পার্বত্য অঞ্চলের শ্রমিকদের কল্যাণ সুবিধাদি ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ এবং জোরদার করণে রাঙামাটির ঘাগড়া ইউনিয়নে শ্রম কল্যাণ কমপেস্নক্সের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 'গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড' প্রদান অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী সারাদেশে ৮টি শ্রম কল্যাণ কমপেস্নক্সের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এর মধ্যে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া শ্রমকল্যাণ কমপেস্নক্স ভবনও রয়েছে। রাঙামাটিতে এ সময় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রম্ন চৌধুরী, জেলা প্রশাসক মিজানুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা ছিলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে শ্রম অধিদপ্তরের উদ্যোগে সেনাকল্যাণ সংস্থা ৬৩ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ সম্পন্ন করে। এতে ৬টি ভবন রয়েছে।