আজ নেত্রকোনা মুক্ত দিবস

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২১, ০০:০০

ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
আজ ৯ ডিসেম্বর নেত্রকোনা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে হানাদারমুক্ত হয় নেত্রকোনা। প্রতি বছরের মতো এবছর জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে। দিবসটি পালনের মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধীদের রায় কার্যকর ও মুক্তিযুদ্ধের চেতনা আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে বধ্যভূমিগুলোকে চিহ্নিত করে স্মৃতিফলক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। আজকের এদিন নেত্রকোনা শহরকে পাকিস্তানি-হানাদার মুক্ত করতে গিয়ে মুক্তিযোদ্ধারা শহরকে চারদিক থেকে ঘিরে ফেলেন। মুক্তিযোদ্ধাদের চতুর্মুখী আক্রমণের মুখে হানাদার বাহিনী শহর ছেড়ে পালিয়ে যাওয়ার পথে মোক্তারপাড়া ব্রিজ সংলগ্ন কৃষি ফার্মের কোনায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে হানাদারদের মরণপণ লড়াই হয়। এই লড়াইয়ে পাকিস্তানি-হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ ওরফে সাত্তার, আব্দুল জব্বার ওরফে আবু খাঁ ও আব্দুর রশিদ। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও বীর মুক্তিযোদ্ধাদের মহান এই আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ ও নতুন প্রজন্মের সামনে তাদের গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরতে জেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোনা জেলা ইউনিট কমান্ড কালেক্টরেট প্রাঙ্গণে সকাল ১০টায় প্রজন্ম শপথ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করেছে। জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান বলেন, যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনা মুক্ত দিবস পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।