নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগ, বাংলাদেশ গণিত সমিতি এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় গত ২৬ নভেম্বর ঢাকা উত্তর অঞ্চলের দ্বাদশ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২১ ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। ১৬টি বিশ্ববিদ্যালয়ের শতাধিক প্রতিযোগী অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে। গুগুল পস্ন্যাটফর্মে পরিচালিত সকাল ১০-৩০টা থেকে ১২-০০টা পর্যন্ত অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে মেধাক্রম অনুযায়ী দ্বাদশ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২১-এর ফাইনাল রাউন্ডের জন্য ১০ জন প্রতিযোগীকে নির্বাচিত করা হয়। গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনলাইনে সমাপনী অনুষ্ঠানে ১০ জন বিজয়ী প্রতিযোগীর নাম ঘোষণা করা হয়। বিজয়ীরা হলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শাপলা আক্তার (প্রথম), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মো. জামিউল ইসলাম (দ্বিতীয়), মো. রাশেদুল ইসলাম (তৃতীয়), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মোস্তাফিজুর রহমান (চতুর্থ), এমআইএসটির মো. রাশিদ উল ইসলাম (পঞ্চম), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বর্ণা সরকার (ষষ্ঠ), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাহতাব কবির খন্দকার (সপ্তম), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রুহান হাবিব (অষ্টম), নিয়ান ইবনে নজরুল (নবম) এবং অতনু রায় চৌধুরী (দশম)। সমাপনী অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর এম. ইসমাইল হোসেন এবং বিজ্ঞান ও প্রকৌশল স্কুলের ডিন অধ্যাপক ডক্টর জাবেদ বারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে দ্বাদশ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২১-এর সম্পাদক অধ্যাপক ডক্টর মনিরুল আলম সরকার অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি