বেরোবির ১ বষর্ ভতির্র রেজি. ১৮ নভেম্বর পযর্ন্ত বেড়েছে

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৮, ০০:০০

রংপুর প্রতিনিধি
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েে (বেরোবি) ২০১৮-২০১৯ শিক্ষাবষের্র প্রথম বষর্ ¯œাতক ভতির্ পরীক্ষার রেজিট্রেশন সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। রেজিট্রেশন প্রক্রিয়া চলবে ১৮ নভেম্বর (রবিবার) রাত ১১টা পযর্ন্ত। শনিবার দুপুর সাড়ে ১২টায় বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ভতির্ পরীক্ষার চতুথর্ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কেন্দ্রীয় ভতির্ পরীক্ষা কমিটির আহŸায়ক ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবষের্র প্রথম বষর্ ¯œাতক ভতির্ পরীক্ষা আগামী ২ থেকে ৬ ডিসেম্বর পযর্ন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।