বনভোজনের টাকাই কাল হলো তামান্নার

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৮, ০০:০০

সঁাথিয়া (পাবনা) সংবাদদাতা
পাবনার সঁাথিয়ার আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী তামান্নার জীবনের কাল হলো বনভোজনের টাকা জমা রাখা। জমাকৃত বনভোজনের টাকা হারিয়ে যাওয়ায় শিক্ষকের চাপের মুখে সে আত্মহত্যা করতে বাধ্য হয় বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত তামান্নার সহপাঠীরা জানান, বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক তাদের বনভোজনে যাওয়ার প্রস্তাব দেন। তারা তাতে রাজি হয়ে চঁাদা দিয়েছেন। তাদের উত্তোলনকৃত টাকা শিক্ষক তামান্নার কাছে জমা রাখেন। পরে জমাকৃত টাকা শিক্ষক ফেরত চাইলে সে গড়িমসি করতে থাকে। বনভোজনের জমাকৃত টাকা হারিয়ে যাওয়ায় শিক্ষককে ফেরত দিতে না পেরে ৫ নভেম্বর সকালে স্কুলে না গিয়ে তামান্না পাশেই নানার বাড়ি গিয়ে গোয়াল ঘরে ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। মৃত্যুর পরেই তামান্নার এক আত্মীয় নাম প্রকাশ না করার শতের্ জানান, তিনি তামান্নার ব্যাগ খুলে নগদ ২৪ শত টাকা পেয়েছিলেন। টাকার সঙ্গে একটি কাগজে ৭ হাজার ৪৪০ টাকার একটি তালিকাও পেয়েছিলেন। তাতে স্কুলের বিভিন্ন ছাত্রীর নাম লেখা ছিল। এব্যাপারে আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন জানান, বিদ্যালয় থেকে বনভোজনে যাওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না।