দশ টাকার একাউন্টে মিলছে ঋণের সুবিধা

মান্দায় স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন হতদরিদ্র নারীরা

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৮, ০০:০০

মান্দা (নওগঁা) সংবাদদাতা
নওগঁার মান্দায় ১০ টাকার একাউন্ট খুলে ঋণের সুবিধা পাচ্ছেন হতদরিদ্র নারীরা। উপজেলার কুসুম্বা কৃষি সমবায় সমিতি লিঃ এর আওতাভুক্ত ৭০ জন নারী ইতোমধ্যে এ সুবিধা ভোগ করছেন। বতর্মান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ১০ টাকার একাউন্টে জামানত ছাড়াই ঋণ নিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তারা। জানা গেছে, ২০১৩ সালের ১৯ ডিসেম্বর মাত্র ২০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে কুসুম্বা কৃষি সমিতি নামের একটি নারী প্রতিষ্ঠান। ক্রমেই সদস্য সংখ্যা বাড়তে থাকে। এ অবস্থায় ২০১৫ সালের ২১ অক্টোবর উপজেলা সমবায় দপ্তরের মাধ্যমে নিবন্ধন করিয়ে নেয়া হয়। সমিতির নামকরণ করা হয় কুসুম্বা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ। বতর্মানে এ সমিতির সদস্য সংখ্যা ১৫০ জন। প্রত্যেকেই প্রধানমন্ত্রীর ঘোষিত ১০ টাকার হিসাব খুলেছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রসাদপুর শাখায়। এ হিসাবের বিপরীতে জামানত ছাড়াই ইতোমধ্যে ৭০ জন নারী ঋণের সুবিধা ভোগ করছেন। স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তারা। সমিতির সভাপতি কামরুন নাহার জানান, সমিতি পরিচালনার জন্য ৯ সদস্যের একটি কাযর্করি কমিটি রয়েছে। এ কমিটির তত্ত¡াবধানে সমিতির যাবতীয় কাযর্ক্রম পরিচালিত হয়ে আসছে। সমিতির সাধারণ সম্পাদক শামীমা আক্তার মনি জানান, ব্যাংক থেকে ঋণ নিতে প্রয়োজন হচ্ছে স্ট্যাম্প, হলফনামা, যৌথ অঙ্গীকারনামাসহ সমিতির নিশ্চয়তা। এসব কাগজপত্র ব্যাংকে জমা দিয়ে সহজেই মিলছে ঋণ।