মোস্তফা হত্যা মামলায় পিতা-পুত্রের যাবজ্জীবন

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৮, ০০:০০

চঁাদপুর প্রতিনিধি
মোস্তফা হত্যায় যাবজ্জীবন কারাদÐপ্রাপ্ত আবু তাহের ও সোহাগ Ñযাযাদি
চঁাদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভাটেরহদ গ্রামের মোস্তফা কামাল হত্যা মামলায় দুই আসামী পিতা তাহের ও পুত্র সোহাগকে যাবজ্জীবন কারাদÐ, ১০ হাজার টাকা করে জরিমানা এবং অপর ৩ আসামী হারুন, কাশেম ও আবুল খায়েরকে ৫ বছর করে কারাদÐ ও ৫ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। রোববার দুপুরে চঁাদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এই রায় দেন। হত্যার শিকার মোস্তফা কামাল ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে পেশায় একজন ল্যাব টেকনিশিয়ান ছিলেন। যাবজ্জীবন কারাদÐপ্রাপ্ত আবু তাহের ওই গ্রামের লুৎফুর রহমানের ছেলে এবং সোহাগ আবু তাহেরের ছেলে। ৫ বছর কারাদÐপ্রাপ্ত আসামী একই এলাকার হারুনুর রশিদ মৃত জামাল হকের ছেলে, মো. আবুল কাশেম ও আবুল খায়ের লুৎফুর রহমানের ছেলে। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ৩ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে জমিসংক্রান্ত বিবাদে আসামিরা ক্ষিপ্ত হয়ে মোস্তফা কামালকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে রক্তাক্ত ও গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবতীের্ত ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে ভতির্ করালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৪ অক্টোবর ভোর ৫টার দিকে মারা যায়। এই ঘটনায় ৪ অক্টোবর নিহতের চাচা নুরুল ইসলাম বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত উল্লেখিত আসামিসহ ১১ জনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।