বেরোবিতে নারী শিক্ষাথীের্দর কমর্শালা শুরু

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

রংপুর প্রতিনিধি
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পঞ্চম ব্যাচ নারী শিক্ষাথীের্দর দুই দিনব্যাপী ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ক কমর্শালা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। সকালে ব্র্যাক লানির্ং সেন্টার রংপুরে এই কমর্শালার উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে কমর্শালার উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের আয়োজনে এবং ইউএন ওমেনের সাবির্ক সহযোগিতায় অনুষ্ঠিত এই কমর্শালার পরিচালনা করেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা বিশেষজ্ঞ পারভিন এস হুদা, সহপ্রশিক্ষক মোহসিনা আশরাফ এবং প্রতিষ্ঠানটির কমর্কতার্ সাকিব আলম। এতে অংশ নেয় ড. ওয়াজেদ রিসাচর্ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটসহ ২১টি বিভাগের নারী শিক্ষাথীর্।