চোখ হারানো ২০ জনকে কোটি টাকা ক্ষতিপূরণ!

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

চুয়াডাঙ্গা প্রতিনিধি
ভুল অপারেশনের চোখ অন্ধ হওয়ায় ক্ষতিপূরণ দিচ্ছেন সিভিল সাজর্ন ডা. খায়রুল আলম Ñযাযাদি
চুয়াডাঙ্গা ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারের চক্ষু শিবিরে গিয়ে চোখ হারানো ২০ জনকে ক্ষতিপূরণের সবের্মাট ১ কোটি টাকার চেক দিয়েছে ইমপ্যাক্ট কতৃর্পক্ষ। উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে মঙ্গলবার চুয়াডাঙ্গা ইমপ্যাক্ট ফাউন্ডেশন হাসপাতালে জেলা সিভিল সাজর্ন ডা.খায়রুল আলম ২০ জনের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন। ডা.খায়রুল আলম জানান, উচ্চ আদালতে ক্ষতিপূরণ চেয়ে রিটকারীর পক্ষে শুনানি শেষে আদেশ দেয় যে, ‘চুয়াডাঙ্গা ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টার ও অস্ত্রোপচারে ব্যবহৃত ভারতের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আইরিশ কোম্পানিকে পঁাচ লাখ করে মোট ১০ লাখ টাকা ক্ষতিপূরণ ১৭ জনকে দিতে হবে।’ আদালতের আদেশ অনুযায়ী ১৭ জনকে এবং মানবিক কারণে ইমপ্যাক্ট ফাউন্ডেশন আরও তিনজনকে পঁাচ লাখ করে টাকার চেক হস্তান্তর করেছে বলে জানান ইমপ্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসক ডা. সাইফুল ইমাম। গত ২০১৮ সালের ৪ মাচর্ চুয়াডাঙ্গা ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারের চক্ষু শিবিরে ২৪ জন নারী-পুরুষের চোখের ছানী (ফ্যাকো) কাটা হয়। অস্ত্রোপচারের পর রোগীদের চোখে সংক্রমণ দেখা দিলে তাদের দ্রæত ঢাকায় যাওয়ারও পরামশর্ দেয়া হয়। পরে ইমপ্যাক্ট ফাউন্ডেশন থেকে রোগীদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। দেরী হয়ে যাওয়ায় ১৯ জন রোগীর একটি করে চোখ তুলে ফেলতে হয়।