দু’বছর পর খুলল বিএনপির অফিস

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

কেশবপুর (যশোর) সংবাদদাতা
একাদশ জাতীয় সংসদ নিবার্চনের তফসিল ঘোষণার পর দীঘর্ প্রায় দু’বছর বন্ধ থাকা যশোরের কেশবপুর থানা বিএনপির অফিস খুলেছে মঙ্গলবার দুপুরে। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। নিবার্চন বিশেষজ্ঞদের অভিমত, কেশবপুরে এবার রাজনীতির সুবাতাস বইতে শুরু করেছে। পত্রিকায় নাম না প্রকাশের শতের্ উপস্থিত কয়েকজন বিএনপি কমীর্ জানান, গ্রেপ্তার আতঙ্কে থাকায় অফিস খোলা যায়নি। নিবার্চন কমিশনার তফসিল ঘোষণা করায় এখন অফিস খুলতে বা অফিসে আসতে নিশ্চয় কোনো বাধা থাকবে না। দীঘির্দন ধরে পাটির্র কোনো কমর্সূচি করতে পারেননি এখানকার নেতাকমীর্রা। অফিস খোলায় পাটির্র তৃণমূল নেতাকমীের্দর ভেতর প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।