সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
পযর্র্ালোচনা সভা কাউনিয়া (রংপুর) সংবাদদাতা রংপুরের কাউনিয়ায় কাযর্কর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার (ইএএলজি) বিভাগের উপজেলা পযাের্য় ষান্মাষিক পযর্র্ালোচনা সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নিবার্হী অফিসার এস. এম নাজিয়া সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য ও প.প. কমর্কতার্ ডা. মো. আসিফ ফেরদৌস, কৃষি অফিসার হারুনর রশিদ প্রমুখ। উদ্বোধন তিতাস (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লার তিতাসে বন্দরামপুর আদশর্ একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বন্দরামপুর আদশর্ একাডেমির পরিচালনা পরিষদের সভাপতি হাফেজ মো. শাহজালালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোছা. রাশেদা আক্তার। বৃত্তি প্রদান  দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা পটুয়াখালীর দশমিনায় প্রতিবন্ধী শিক্ষাথীের্দর মধ্যে বাৎসরিক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা নিবার্হী অফিসারের কাযার্লয়ে বিভিন্ন ক্যাটাগরিতে ৩৯ জন প্রতিবন্ধী শিক্ষাথীর্র মধ্যে মোট ৩ লাখ ৪২ হাজার ৬০০ টাকা বাষির্ক শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।  এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন শওকত। স্কুলে চুরি কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা গোপালগঞ্জের কাশিয়ানীতে চাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংঘটিত হয়েছে। গত সোমবার রাতে এ চুরি সংঘটিত হয়। জানা গেছে, কাশিয়ানী উপজেলার নৈশপ্রহরী কাম পিয়ন শ্রীধাম বালা (২৮) বিদ্যালয়ের দ্বিতীয় তলায় ঘুমিয়েছিল। রাতে বিদ্যালয়ের নিচতলায় শিক্ষকদের লাইব্রেরির তালা ভেঙে চোর বিদ্যালয়ের বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। প্রতিযোগিতা ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা উপজেলা, জেলা ও বিভাগীয় বিজয় ফুল তৈরি ও অন্যান্য প্রতিযোগিতা/২০১৮ এ গত রোববার মহান মুক্তিযুদ্ধের উপর গল্প লেখায় ক গ্রæপের বিভাগীয় পযাের্য় প্রথম হয়েছে দিনাজপুরের ঘোড়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মীর মাশাকী মুহাম্মাদ। গত রোববার রংপুর বিভাগীয় কমিশনার মো. জয়নুল বারী বিভাগীয় পযাের্য়ও ক গ্রæপে প্রথম হওয়ায় তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দিয়েছেন। সম্মেলন দুগার্পুর (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনার দুগার্পুরে বঙ্গবন্ধু ফাউন্ডেশন দুগার্পুর উপজেলা শাখার উদ্যোগে সোমবার সন্ধ্যায় স্থানীয় শহীদ সন্তোষ পাকর্ মাঠে এক কমীর্ সম্মেলন অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উপজেলা সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান মো. কামাল পাশার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াসিউজ্জামান লেলিন। পরিচিতি সভা হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা দিনাজপুরের হাকিমপুরে নবাগত ইউএনও আব্দুর রাফিউল আলমের যোগদান উপলক্ষে সোমবার এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়। ইউএনও আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (হাকিমপুর সাকের্ল) মো. আখিউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মÐল, ওসি আনোয়ার হোসেন প্রমুখ। মতবিনিময় সভা গাংনী (মেহেরপুর) সংবাদদাতা মেহেরপুরের গাংনীতে শিশুর উন্নয়ন ও সুরক্ষা শীষর্ক মতবিনিময় সভা করেছে গাংনী উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার বিষ্ণুপদ পাল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌর মেয়র (ভারপ্রাপ্ত) নবীরুদ্দীন। মানববন্ধন দুগার্পুর (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনার দুগার্পুর পৌরসভায় ৬ নং ওয়াডের্ ৩ নং দশাল পল্লী সমাজের উদ্যোগে প্রত্যন্ত গ্রামে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিশু ও নারী নিযার্তন প্রতিরোধে এক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কমর্সূচির আয়োজনে মঙ্গলবার বিকালে আলোচনা সভায় কিশোরগঞ্জের ডি এম (সিইডি) মো. হারুন অর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার। বিতরণ চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নানকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন শিক্ষাথীর্ ও পাশ্বর্বতীর্ বশকরা গ্রামের পঁাচ পিএসসি পরীক্ষাথীর্র মাঝে রোববার বিকালে পরীক্ষাসামগ্রী বিতরণ করেছে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন চৌদ্দগ্রাম শাখা। এ সময় উপস্থিত ছিলেন পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান রাসেল, ফেনী শাখার কামরুল হাসান তানিম প্রমুখ। আইনশৃঙ্খলা সভা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা নারায়গঞ্জের রূপগঞ্জে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সোমবার সকালে প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নিবার্হী অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, ইন্সপেক্টর (ওসি তদন্ত) রফিকুল ইসলাম, সমাজসেবা কমর্কতার্ সোলেইমান হোসেন প্রমুখ। অনুদান প্রদান চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের ফলিমারীডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের বসতবাড়িতে অগ্নিকাÐে ক্ষতিগ্রস্ত ১২টি বাড়ির পরিবারের মধ্যে সোমবার দুপুরে আথির্ক অনুদান প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ ১ হাজার টাকা ও ২০ কেজি করে চাল প্রদান করা হয়। এ আথির্ক অনুদান প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন উপস্থিত ছিলেন। সংবধর্না বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা পটুয়াখালীর বাউফল উপজেলায় সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হতে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাওয়া ৬৮ প্রধান শিক্ষককে সোমবার বিকালে সংবধর্না দেয়া হয়েছে। বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কমর্কতার্ মো. শহীদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কমর্কতার্ (ইউএনও) পিজুস চন্দ্র দে। প্রশিক্ষণ সম্পন্ন পাইকগাছা (খুলনা) সংবাদদাতা খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার দুপুরে দুযোর্গ ঝঁুকি প্রশমনে দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ৫ থেকে ১২ নভেম্বর পযর্ন্ত অনুষ্ঠিত ৩ ব্যাচের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমর্কতার্ প্রশান্ত কুমার রায়, উপজেলা সমাজসেবা কমর্কতার্ সরদার আলী আহসান, উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা। সমন্বয় সভা নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা দিনাজপুরের নবাবগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে নিবার্হী অফিসার মো. মশিউর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. খাইরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমর্কতার্ রেফাউল আজম, নবাবগঞ্জ থানার উপপরিদশর্ক মো. ফজলার রহমান, ভাদুরিয়া ইউপি চেয়ারম্যান আসমান জামিল, শালখুরিয়া ইউপি চেয়ারম্যান এনামুল হক, ৩নং গোলাপগঞ্জ ইউপি চেয়ারম্যান রাশেদুল কবির রাজু। অবহিতকরণ সভা বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জামালপুরের বকশীগঞ্জে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ বিয়ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিকালে উপজেলা মিলনায়তনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। উপজেলা মাধ্যমিক শিক্ষা কমর্কতার্ মোহাম্মদ ছানোয়ার হোসেনের সঞ্চালনায় এবং বকশীগঞ্জ ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি একেএম মাহবুব আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম। মতবিনিময় সভা চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ সভাকক্ষে সোমবার বিকালে সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি কমর্কতাের্দর সঙ্গে মতবিনিময় সভা করেছে সদ্য যোগ দেয়া উপজেলা নিবার্হী কমর্কতার্ জেসমিন সুলতানা। তিনি বৃহস্পতিবার চরভদ্রাসন উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। এ সময় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফিউদ্দিন খালাশী, সদর ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান, আ’লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফয়সাল হাসান শাওন, গাজিরটেক ইউপি সদস্য শহীদ মেম্বার প্রমুখ। স্বাস্থ্যসেবা কমর্সূচি পাবনা প্রতিনিধি বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে পাবনা ডায়াবেটিক সমিতির উদ্যোগে ডায়াবেটিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা কমর্সূচি গ্রহণ করা হয়। পাবনা স্বাস্থ্যসেবা হাসপাতাল কেন্দ্রে সোমবার দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলাম, ডায়াবেটিক সমিতির সহসভাপতি কাজী রফিকুল আলম। এ সময় পাবনা স্বাস্থ্যসেবা হাসপাতাল এবং পাবনা ডায়াবেটিক সমিতির কমর্কতার্-কমর্চারীরা উপস্থিত ছিলেন।