জাতীয় গ্রিডে যোগ হলো ২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

কক্সবাজার প্রতিনিধি
উন্নয়নের ধারাবাহিকতায় সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে দেশের বিদ্যুৎ খাতে। কক্সবাজার টেকনাফের নাফ নদীর পাড়ে হ্নীলার আলুখালীতে দেশের প্রথমবারের মতো চালু হয়েছে সোলার পাকর্। ২০ মেগাওয়াট ক্ষমতার এ সৌর বিদ্যুৎকেন্দ্রটি বাস্তবায়ন করেছে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী (আইপিপি) প্রতিষ্ঠান জুলস পাওয়ার লিমিটেড (জেপিএল)। এই সৌরবিদ্যুৎ জাতীয় সঞ্চালন গ্রিডে যোগ হলো ২০ মেগাওয়াট। জানা যায়, ১১৬ একর জায়গায় লাইন করে বসানো হয়েছে ৮৭ হাজার সৌরপ্যানেল আর ৩৪১টি সোলার টেবিলের মাধ্যমে গড়ে উঠেছে। এ প্যানেলগুলোর মাঝখানে পঁাচটি সাবস্টেশন থেকে উৎপাদিত হচ্ছে ২০ মেগাওয়াট বিদ্যুৎ। কক্সবাজার জেলার মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ করছে। প্রায় তিনশ কোটি টাকা ব্যয়ে নিমির্ত বলে জানান প্ল্যান্ট ম্যানেজার মিজানুর রহমান। জুলস পাওয়ার লিমিটেড ও টেকনাফ সোলারটেক এনাজির্ লিমিটেডের পরিচালক নোহর লতিফ খান বলেন, যুক্তরাজ্যের প্রোইনসোর সঙ্গে যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে জুলস পাওয়ার লিমিটেড। প্রকল্পটি বাস্তবায়নে ইপিসি সেবা দিয়েছে টেকনাফ সোলারটেক এনাজির্ লিমিটেড (টিসিইএল)। কেন্দ্রটি থেকে বছরে ৪৩ হাজার মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শমার্ দীপু জানান, বিদ্যুৎ উৎপাদনের জন্য একমাত্র পরিবেশবান্ধব প্রক্রিয়া হচ্ছে সৌর তাপবিদ্যুৎ প্রকল্প। টেকনাফে অবস্থিত এই সৌর তাপবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে সারা বাংলাদেশ উপকৃত হচ্ছে।