আলম সরকার হত্যা

মুরাদনগরে দাফনের সাড়ে ৩ মাস পর লাশ উত্তোলন

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
মুরাদনগরে দাফনের সাড়ে ৩ মাস পর কবর থেকে লাশ উত্তোলন করে নিয়ে যাওয়া হচ্ছে - যাযাদি

কুমিল্লার মুরাদনগর উপজেলার দিলালপুর গ্রামের কবরস্থান থেকে সাড়ে তিন মাস পূবের্ রহস্যজনকভাবে নিহত চা দোকানদার আলম সরকারের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মগের্ পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) রায়হান মেহেবুবের উপস্থিতিতে লাশ উত্তোলন করে পিবিআই। নিহত আলম সরকার ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। জানা যায়, চা দোকানদার আলম সরকারের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে স্বামী হত্যার বিচার চেয়ে ভাসুর আব্দুল বাতেনসহ তিন জন ও অজ্ঞাত আরো ৭/৮ জনের বিরুদ্ধে গত ১১ সেপ্টেম্বর কুমিল্লার ৮নং আমলি আদালতে একটি অভিযোগ করেন। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফরহাদ রায়হান ভঁূইয়া অভিযোগটি মুরাদনগর থানা পুলিশকে এফআইআর করে পিবিআইকে তদন্ত করার নিদের্শ দেয়। সে মতে অভিযোগটিকে এফআইআর হিসেবে গণ্য করে তদন্ত করার জন্য ৫ অক্টোবর পিবিআই কুমিল্লাকে পাঠানো হয়। মামলা তদন্তের স্বাথের্ চা দোকানদার আলম সরকারের লাশ উত্তোলনের জন্য পিবিআই আদালতে আবেদন করলে ৩০ অক্টোবর অনুমতি দেয়া হয়। সহকারী কমিশনার (ভ‚মি) রায়হান মেহেবুব জানান, জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নিদেের্শ পিবিআইর সহযোগিতায় ভিকটিম চা দোকানদার আলম সরকারের লাশ উত্তোলনপূবর্ক সুরতহাল করা হয়েছে। কুমেক হাসপাতাল থেকে লাশের ময়নাতদন্ত শেষে পুনরায় ওই কবরেই দাফন করা হবে।