কেশবপুরে বাল্যবিবাহের দায়ে দুই দম্পতির কারাদÐ

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে বাল্যবিবাহের দায়ে দুই দম্পতির কারাদÐ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার মিজার্পুর গ্রামের সাজ্জাত সরদারের পূত্র সামিউল ইসলামের (২০) সঙ্গে একই উপজেলার বারুহাটি গ্রামের মিজানুর সরদারের মেয়ে বারুইহাটি দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সুমাইয়া খাতুনের (১৫) ১ মাস পূবের্ বিবাহ সম্পন্ন হয়। রোববার উপজেলা নিবার্হী অফিসার মিজানূর রহমান বর-বউকে আটক করে তার দপ্তরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহের দায়ে স্বামী সামিউল ইসলাম ও স্ত্রী সুমাইয়া খাতুনকে ১ মাস করে কারাদÐ ও ১০ হাজার টাকা করে অথর্ দÐে দÐিত করেছে এবং স্ত্রী সুমাইয়া খাতুনের বয়স ১৮ বছর না হওয়া পযর্ন্ত তাকে যশোরে শেল্টার হোমে প্রেরণ করেছে। অপরদিকে উপজেলার মাদারডাঙ্গা গ্রামের রুহুল আমিনের পূত্র আব্দুল গফুরের (১৮) সাথে একই উপজেলার ব্যাসডাঙ্গা গ্রামের কামরুজ্জামানের কন্যা মাসুরা খাতুনের (১৭) বাল্যবিবাহের খবর পেয়ে শনিবার উপজেলা নিবার্হী অফিসার মিজানূর রহমান বর-বউকে আটক করে তার দপ্তরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহের দায়ে স্বামী আব্দুল গফুর ও স্ত্রী মাসুরা খাতুনকে ১ মাস করে কারাদÐ ও ১০ হাজার টাকা করে অথর্ দÐে দÐিত করেছে এবং স্ত্রী মাসুরা খাতুনের বয়স ১৮ বছর না হওয়া পযর্ন্ত তাকে যশোরে শেল্টার হোমে প্রেরণ করেছে।