অভয়নগরে এক পরীক্ষাথীর্র দায়িত্বে ১২ জন!

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

অভয়নগর (যশোর) সংবাদদাতা
যশোরের অভয়নগরে জুনিয়র স্কুল সাটিির্ফকেট (জেএসসি) পরীক্ষায় একজন পরীক্ষাথীর্র জন্য ১২ জন কমর্কতার্-কমর্চারী নিয়োজিত ছিল। মঙ্গলবার জেএসসির কৃষিশিক্ষা পরীক্ষায় উপজেলার সিদ্ধিপাশা জেএসসি পরীক্ষা কেন্দ্রে ঘটনাটি ঘটে। সিদ্ধিপাশা কেন্দ্রের সচিব পিবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস মল্লিক জানান, যশোর শিক্ষা বোডের্র আওতায় ২০১৮ সালের জেএসসি পরীক্ষায় সিদ্ধিপাশা (কেন্দ্র কোড-৪৩৩) কেন্দ্রটি পরীক্ষার কেন্দ্র হিসেবে পরিচালিত হচ্ছে। মঙ্গলবার ছিল কৃষিশিক্ষা (বিষয় কোড-১৩৪) বিষয়ক পরীক্ষা। যে পরীক্ষায় ২০১৭ সালের সিলেবাস অনুযায়ী সিদ্ধিপাশা পিবি মাধ্যমিক বিদ্যালয়ের সুমাইয়া খাতুন নামের একজন পরীক্ষাথীর্ অংশ নিয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, একজন পরীক্ষাথীর্ থাকলেও পরীক্ষা গ্রহণের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। ওই কেন্দ্রে উপজেলা পরীক্ষা কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতির পক্ষে পরিসংখ্যান অফিসার রিপন বিশ্বাস, কেন্দ্র সচিব তাপস মল্লিক, সহকারী কেন্দ্র সচিব, হল সুপার, কক্ষ পরিদশর্ক হিসেবে দুইজন, পুলিশ সদস্য দুইজন, অফিস সহকারী একজন, প্যাকেট মোড়ককারী একজন, ৪থর্ শ্রেণির কমর্চারী দুইজন কমর্রত ছিলেন। সব মিলিয়ে একজন পরীক্ষাথীর্র জন্য ১২ জন দায়িত্ব পালন করেছেন।