আটকেপড়া শিক্ষাথীের্ক তিন ঘণ্টা পর উদ্ধার

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৮, ০০:০০

ফেনী প্রতিনিধি
ফেনী সদর উপজেলার বালিগঁাও ইউনিয়নের ধোন সাহাদ্দা উচ্চ বিদ্যালয়ের নবনিমির্ত ভবনের দুই সিঁড়ির মাঝখানে আটকেপড়া মো. সামির নামের চতুথর্ শ্রেণির এক শিক্ষাথীের্ক তিন ঘণ্টা পর জীবিত উদ্ধার করেছে ফায়ার সাভির্স ও সিভিল ডিফেন্স। প্রত্যক্ষদশীর্রা জানায়, শিশুটি সহপাঠীদের সঙ্গে খেলার সময় অসাবধানতাবশত দুই সিঁড়ির রেলিংয়ের মাঝখানে আটকে যায়। সহপাঠীরা বিদ্যালয়ের পাশে দোকানের লোকজনদের খবর দিলে তারা চেষ্টা করে ব্যথর্ হয়ে ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সাভির্সকে খবর দেয়। ফায়ার সাভিের্সর কমীর্রা ঘটনাস্থলে এসে দীঘর্ সাড়ে ৩ ঘণ্টা কাটার মেশিন দিয়ে পাথরের দেয়াল কেটে শিশুটিকে জীবিত উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। শিশুটি ধোন সাহাদ্দা ব্রাইট কিন্ডার গাটেের্নর চতুথর্ শ্রেণির ছাত্র। সে বালিগঁাও ইউনিয়নের ধোন সাহাদ্দা গ্রামের প্রবাসী আবদুর রহিম দুলালের পুত্র। ফেনী ফায়ার সাভিের্সর উপ-পরিচালক রফিকুল ইসলাম জানান, সামির নামের শিশুটি দুই সিঁড়ির মাঝখানে আটকা পড়ার খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পেঁৗছে প্রায় ৩ ঘণ্টা নিরলস পরিশ্রম করে দেয়াল কেটে আটকেপড়া শিশুটিকে জীবিত উদ্ধার করেন। ভবনের সিঁড়ির মাঝখানে এ ধরনের কোনো ফঁাক রাখা ঠিক নয়। ভবিষ্যতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ জানান তিনি।