সিরাজগঞ্জে বিএনপির দেড় শতাধিক নেতাকমীর্র জামিন

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৮, ০০:০০

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ মহিলা আওয়ামী লীগ কাযার্লয় ও সদর থানা আওয়ামী লীগের নেতার বাড়িতে ককটেল বোমা হামলার ঘটনায় দায়ের হওয়া পৃথক দুটি মামলায় বিএনপির দেড় শতাধিক নেতাকমীের্ক আগাম জামিন দিয়েছেন হাইকোটর্। সোমবার ও মঙ্গলবার পৃথক দুটি শুনানিতে হাইকোটর্ বিভাগের বিচারপতি মো. আব্দুল হামিদ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের দ্বৈত বেঞ্চ এ আদেশ প্রদান করেন। জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হারুন অর রশিদ খান হাসান এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, গত ৩০ অক্টোবর রাতে শহরের মুজিব সড়কে মহিলা আওয়ামী লীগ কাযার্লয়ের সামনে ককটেল বোমা হামলার ঘটনায় মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা বানু রুমা বাদী হয়ে বিএনপি জামায়াতের ১২০ নেতাকমীর্র নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০/৩৫ জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, বিএনপি নেতা মজিবুর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্মসাধারণ সম্পাদক শামীম খানসহ শতাধিক নেতাকমীর্। অপরদিকে মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানা আওয়ামী লীগের নেতা সৈয়দ বেলাল হোসেনের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় বেলাল হোসেনের দায়ের করা আরেকটি মামলায় বিএনপির ২৬ নেতাকমীের্ক আগাম জামিন দিয়েছেন হাইকোটের্র একই বিচারপতিদের দ্বৈত এ বেঞ্চ।