পলাতক আসামিসহ আটক ১০

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৮, ০০:০০

স্বদেশ ডেস্ক
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গত দুদিনে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পলাতক আসামিসহ ১০ জনকে আটক করেছে। প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর: দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে মঙ্গলবার রাত ৮টার দিকে পুলিশ অভিযান চালিয়ে হত্যা ও ডাকাতি মামলার দুই পলাতক আসামিকে অস্ত্রসহ আটক করেছে। টেকেরহাট (মাদারীপুর): রাজৈর উপজেলার উল্লাবাড়ি গ্রামে রোববার মধ্য রাতে তিনবাড়িতে দুধর্ষর্ ডাকাতির ঘটনায় বুধবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডাকাত সদস্য চান্দু ওরফে চিন্দু খঁাকে আটক করেছে পুলিশ। চান্দু উপজেলার মহেন্দ্রদী গ্রামের ময়েজউদ্দিন খার ছেলে। সৈয়দপুর (নীলফামারী): ডোমার সীমান্তে মঙ্গলবার দুপুরে দুটি ভারতীয় গরুসহ দুই বাংলাদেশিকে আটক করেছে ৫৬ বিজিবির চিলাহাটি কোম্পানির সদস?্যরা। সীমান্তের সাতঘোড়া নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ডোমার উপজেলার পূবর্ ভোগডাবুড়ি গ্রামের জয়েন উদ্দিন ও আব্দুর রাজ্জাক। ৫৬ বাংলাদেশ বডার গাডর্ ব্যাটেলিয়নের সিও লে. কনের্ল আবুল কালাম আজাদ গরুসহ দুই বাংলাদেশি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। রাজাপুর (ঝালকাঠি): ঝালকাঠির রাজাপুরের পশ্চিম রাজাপুর গ্রামের স্যানেরতাল্লুক এলাকা থেকে মঙ্গলবার রাতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আড়াইহাজার (নারায়ণগঞ্জ): আড়াইহাজার পুলিশ মঙ্গলবার ভোরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা বাজার থেকে ইয়াবাসহ আবুল কাসেম নামে এক যুবককে আটক করেছে। সেনবাগ: সেনবাগের উত্তরজনপদের শীষর্ সন্ত্রাসী অস্ত্র, চোরাই মোটরসাইকেল ও ইয়াবা ব্যবসায়ী ৭ মামলার পলাতক আসামি আলাউদ্দিনকে মঙ্গলবার বিকেলে পুলিশ আটক করেছে। বাজিতপুর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের মঙ্গলবার বিকেলে ভৈরব র‌্যাব ১৪ ভুয়া পরিচয়দারী র‌্যাব সদস্য মো. শফিকুল ইসলামকে থানায় আটক করেছে। তার গ্রামের বাড়ি কুলিয়ারচর উপজেলার চর কামালপুর বলে পুলিশ নিশ্চিত করেন। পুলিশ জানায়, বাজিতপুর নগড়ভান্ডা গ্রামের ফারুক মিয়ার ছেলে কাজল মিয়া মাদক মামলার আসামি থানায় আটক রয়েছে।