মৌলভীবাজারে কে পাচ্ছেন আ’লীগের দলীয় মনোনয়ন!

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৮, ০০:০০

মৌলভীবাজার প্রতিনিধি
একাদশ জাতীয় সংসদ নিবার্চন সামনে রেখে মৌলভীবাজার-৩ আসনের মনোনয়নপ্রত্যাশীরা দলের হাইকমান্ডে নিজেদের গ্রহণযোগ্যতা তুলে ধরতে রাজধানীতে অবস্থান করে মনোনয়নপত্র ক্রয় করেছেন প্রায় অধর্ডজন নেতা। এ কারণে এখন নেতাশূন্য পযর্টন জেলা শহর মৌলভীবাজার। মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনে মনোনয়নপত্র ক্রয় করে জমা দিয়েছেন- সাবেক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর স্ত্রী বতর্মান সাংসদ সৈয়দা সায়রা মহসীন, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাবেক ব্রিটিশ কাউন্সিলর, বিশিষ্ট শিক্ষানুরাগী, শিল্পপতি এম.এ. রহিম (সিআইপি), জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার চেম্বারের সভাপতি মো. কামাল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মালেক তরফদার শোয়েব, আ’লীগ নেতা সাইফুর রহমান বাবুল, প্রয়াত সমাজকল্যাণমন্ত্রীর ছোট ভাই সৈয়দ লিয়াকত আলী ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ। এদিকে নিবার্চন ঘিরে মৌলভীবাজার শহরে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে নানা কৌত‚হল ঘুরপাক খাচ্ছে। হোটেল-রেস্তোরঁায় রব উঠেছে এবার আ’লীগ থেকে কে পাবেন দলীয় টিকিট। এ প্রতিবেদক একাধিক মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মুঠোফোনে আলাপ করলে নিজেরা দলীয় টিকিট পাবার আশা ব্যক্ত করেন। সৈয়দা সায়রা মহসীন এমপি মুঠোফোনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে এ প্রতিবেদককে জানান।