৩৫ দিন পর কবর থেকে স্কুলছাত্রীর লাশ উত্তোলন

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ০০:০০

মতলব (চঁাদপুর) সংবাদদাতা
চঁাদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের পশ্চিম রায়েরদিয়া গ্রামে করব দেয়ার এক মাস পঁাচ দিন পর পোস্টমটেের্মর জন্য লাশ উত্তোলন করা হয়েছে। বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট শুভাশিস ঘোষের নেতৃত্বে লাশ উত্তোলন করে চঁাদপুর জেলা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। চঁাদপুর পিবিআইয়ের পুলিশ পরিদশর্ক ও এই মামলার তদন্ত কমর্কতার্ (আইও) মীর মো. মাহবুব বলেন, গত ২৪ অক্টোবর নিহত স্কুলছাত্রী খাদিজার পিতা ছাব্বির আহমেদ বাদী হয়ে চঁাদপুর আদালতে হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত পিবিআইকে মামলার তদন্তভার দেন। মামলা তদন্তের স্বাথের্ পোস্টমটের্ম করার জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদশর্ক মো. বাচ্চু মিয়া, এসআই ফরিদ উদ্দিন, এসআই জাহাঙ্গীর ও এসআই জয়নাল। মামলায় আসামি করা হয় পশ্চিম রায়েরদিয়া গ্রামের আ. কাদির প্রধানের ছেলে খাদিজার মামা মো. তোফাজ্জল হোসেন, তার স্ত্রী অহিদা বেগম, একই বাড়ির মোহাম্মদের ছেলে অলিউল্লাহ, ইসলামাবাদ গ্রামের মোহাম্মদের ছেলে টিপু, পশ্চিম রায়েরদিয়ার আ. কাদেরের ছেলে মোফাজ্জল হোসেন, মেয়ে ছাব্বির আহমেদের তালাকপ্রাপ্ত স্ত্রী বিউটি বেগম ও অলিউল্লাহর স্ত্রী মাসেদা বেগমসহ ৮ জনকে। মামলা নং ১৬৮/২০১৮ইং। বাদীর দাবি, খাজিদাকে শারীরিক নিযার্তনের মাধ্যমে হত্যা করা হয়েছে।