মাদক ব্যবসায়ীসহ আটক ২০

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ০০:০০

স্বদেশ ডেস্ক
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গত দুদিনে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ২০ জনকে আটক করেছে। প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর: বড়াইগ্রাম (নাটোর): নাটোরের বড়াইগ্রামে বৃহস্পতিবার সকালে স্কুলব্যাগে ভরা দুই কেজি গাঁজাসহ জলিল মন্ডল নামে একজনকে আটক করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের লাথুরিয়া এলকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে তাকে আটক করা হয়। ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের খিরাতলা এলাকা থেকে বুধবার রাতে ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। সীতাকুÐ (চট্টগ্রাম): সীতাকুÐে চাঁদাবাজির চেষ্টাকালে বুধবার রাতে সোহরাব হোসেন সোহেল নামে এক সন্ত্রাসীকে ছলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকা থেকে আটক করে পুলিশে সোপদর্ করেছে এলাকাবাসী। সীতাকুÐ থানার ওসি দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জলঢাকা (নীলফামারী): নীলফামারীর জলঢাকায় বুধবার রাতে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নে নেকবক্ত বাজারের পাশে সাত বোতল ফেনসিডিলসহ মহসিন আলী মিলন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। দুপচঁাচিয়া (বগুড়া): বগুড়ার দুপচঁাচিয়ায় মাদকসেবী মতিন ও কালামকে বুধবার রাতে ধাপসুলতানগঞ্জ হাট থেকে মাদক সেবনের সময় আটক করা হয়। এছাড়া ওই রাতে বিভিন্ন অভিযোগে আরও ছয়জনকে আটক করেছে পুলিশ। বাঘা (রাজশাহী): রাজশাহীর বাঘায় নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে দায়েরকৃত মামলায় শিবিরের সুরা সদস্য সিরাজুল ইসলাম ও পৌর জামায়াতের সভাপতি সাইফুল ইসলাম এবং ১ গ্রাম হিরোইন ও ২০ পিস ইয়াবাসহ অপর দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ও বুধবার দিবাগত রাতে তাদের এলাকা থেকে আটক করা হয়। সুন্দরগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নের হাসানগঞ্জ রেলস্টেশন থেকে বুধবার রাতে একশ গ্রাম ওজনের গাঁজাসহ ব্যবসায়ী হাফিজার রহমানকে আটক করেছে পুলিশ। বেনাপোল: বেনাপোল পোটর্ থানার সাদিপুর মোড় থেকে বুধবার সকাল ৮টার সময় ৫০০ পিস ইয়াবাসহ জামেনা নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে বডার্র গাডর্ বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।