সড়ক দুঘর্টনা

চার জেলায় পাঁচজন

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ০০:০০ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৮, ১০:০৬

স্বদেশ ডেস্ক
রাজশাহীতে সড়ক দুঘর্টনায় দুমড়ে-মুচড়ে যাওয়া বাস Ñযাযাদি

চার জেলায় শুক্রবার সড়ক দুঘর্টনায় পাঁচজন নিহত হয়েছেন। চঁাদপুরের ফরিদগঞ্জে এক, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক, রাজশাহীর পবায় দুই ও যশোরে একজন নিহত হয়েছেন। অফিস, প্রতিনিধি এবং সংবাদদাতার পাঠানো খবর : ফরিদগঞ্জ (চঁাদপুর) : ফরিদগঞ্জে সিমেন্টবাহী ট্রাক ও সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘের্ষ সাজুদা বেগম (৫৫) নামে একজন নিহত ও  শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। পুলিশ ঘাতক ট্রাক শাহ সিমেন্টের গাড়ির চালক সজিবকে (১৯) আটক করেছে। শুক্রবার বিকালে উপজেলার বালিথুবা পূবর্ ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজুদা বেগেমর বাড়ি উপজেলার সুবিদপুর পূবর্ ইউনিয়নের সাচনমেঘ গ্রামে। গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বালুবোঝাই ট্রলি উল্টে রহমাত উল্লাহ (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া-বঁাশবাড়িয়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার কোনাগ্রামে এ দুঘর্টনা ঘটে। নিহত রহমাত উল্লাহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের আব্দুল হামিদ মোল্যার ছেলে। রাজশাহী : রাজশাহীর পবা উপজেলার হরিপুরে একটি ঢাকা কোচ গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনায় নিহতরা হলেন, বাসের সহকারী শওকত আলী (৩০) এবং সুপারভাইজার আব্দুল হালিম (৪৩)। এ দুঘর্টনায় নয় বাসযাত্রী আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভতির্ করা হয়েছে বলে জানিয়েছেন দামকুড়া ওসি আব্দুল লতিফ। যশোর : বৃহস্পতিবার সকালে যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়া এলাকার করিমপুরে দুই বাসের সংঘষের্ সুশোভন খিসা (৬৮) নামে একব্যক্তি নিহত হয়েছেন। এই দুঘর্টনায় আহত হয়েছেন আরও ১৫ জন। খবর পেয়ে বাঘারপাড়া পুলিশ ও নড়াইলের ফায়ার সাভিের্সর কমীর্রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। নিহত সুশোভন খিসার বাড়ি রাঙামাটি জেলায়। প্রত্যক্ষদশীর্রা জানান, বৃহস্পতিবার সকাল সোয়া সাতটার দিকে বেনাপোলের উদ্দেশে রাঙামাটি থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস যশোর-নড়াইল সড়কের করিমপুর এলাকায় পেঁৗছলে বিপরীত দিক থেকে আসা নড়াইলগামী অপর একটি যাত্রীবাহী বাসের সংঘষর্ হয়। এতে বাস দুটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।