ঝুঁকিপূণর্ কাঠের ব্রিজ দিয়ে যাতায়াত, জনদুভোর্গ চরমে

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ০০:০০

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের রাজারহাটে স্বরূপচামারু এলাকায় কাঠের ব্রিজ দিয়ে ঝুঁকিপূণর্ অবস্থায় যাতায়াত করছে প্রায় ৫ হাজার পরিবার। দীঘর্দন অতিবাহিত হলেও নতুন করে কোনো ব্রিজ নিমার্ণ না হওয়ায় দুভোর্গ পোহাচ্ছে এলাকাবাসাী। সরেজমিনে দেখা যায়, উপজেলার রাজারহাট ইউনিয়নের বাবুর বাজার-পাইকপাড়া রাস্তার দু’ধারে প্রায় ২০ হাজার মানুষ বসবাস করে। গত বছর ভয়াবহ বন্যায় স্বরূপচামারু এলাকায় ড্রেনের ওপর নিমির্ত ব্রিজ ধসে পড়লে স্থানীয় চেয়ারম্যান মো. এনামুল হক ওই এলাকার লোকজনের যাতায়াতের সুবিধাথের্ ভেঙে পড়া ব্রিজের ওপর কাঠের ব্রিজ নিমার্ণ করে দেন। ওই এলাকার আবেদ আলী (৫০) বলেন, আমাদের ব্রিজের ওপর দিয়ে চলাচল খুবই কষ্টকর। এ ছাড়া তারা আরও বলেন, এ এলাকার লোকজন প্রতিদিন বৈদ্যের বাজার, বাবুর বাজার ও রাজারহাট উপজেলা সদরে ব্যবসা-বাণিজ্য করার জন্য প্রতিনিয়ত ওই রাস্তা দিয়ে চলাচল করে। যাতায়াত করতে ওই ঝুঁকিপূণর্ অধর্ভাঙা কাঠের ব্রিজই তাদের একমাত্র ভরসা। স্কুলগামী ছাত্র-ছাত্রীরাও ঝুঁকি নিয়ে ওই ব্রিজ দিয়ে যাতায়াত করে। তবে ভারী মালবাহী কোনো যানবাহন ওই ব্রিজের ওপর দিয়ে নিয়ে যাওয়া-আসা করতে না পারায় বিভিন্ন ধরনের মালামাল হাট-বাজারে নিতে সমস্যার সৃষ্টি হয়। বিকল্প পথে হঁাটতে তাদের বেশ কিছু দূর পথ অতিক্রম করতে হয়। ফলে দিন দিন জনদুভোর্গ বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে বৃহস্পতিবার রাজারহাট উপজেলা প্রকৌশলী কাজী মো. রেজাউল হাফিজ বলেন, বাজেট এলে ব্রিজ নিমার্ণ করা হবে।