পাবিপ্রবিতে ভতির্ পরীক্ষা সম্পন্ন জালিয়াতি চক্রের ২ সদস্য আটক

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ০০:০০

পাবনা প্রতিনিধি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথমবষর্ সম্মান ভতির্ পরীক্ষা শান্তিপূণর্ পরিবেশে সম্পন্ন হয়েছে। এদিকে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পুলিশ ফরিদ হোসেন (২৪) ও হামিম (২৫) নামের দুই যুবককে আটক করেছে। তারা দুজনেই জালিয়াতি চক্রের সদস্য। আটককৃতরা দুজনেই পাবনা সরকারি অ্যাডওয়াডর্ কলেজের ছাত্র। এদের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া। এদিকে পাবনা শহরের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ও বিকাল এই দু’শিফটে ভতির্ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯২০টি আসনের বিপরীতে এবার আবেদনকারীর সংখ্যা ৩৩ হাজার ২৬০ জন। সে হিসেবে প্রতি আসনের জন্য গড়ে পরীক্ষাথীর্ ছিল ৩৬ জন। মোট পাঁচটি অনুষদের অধীনে ২১টি বিভাগে শিক্ষাথীর্ ভতির্ করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ। পাবিপ্রবি’র উপাচাযর্ প্রফেসর ড. রুস্তম আলী বলেন, প্রশাসনসহ সবর্স্তরের মানুষের ঐকান্তিক সহযোগিতায় পরীক্ষা গ্রহণের কাজটি শান্তিময় পরিবেশে অনুষ্ঠিত করতে পেরেছি আমরা। প্রক্টোর ড. প্রীতম কুমার দাস বলেন, গোপন সংবাদেই জানতে পারি শহরের রাধানগর মহল্লায় নাহার ভবনে ভতির্ পরীক্ষা জালিয়াতি চক্রের বেশ কয়েকজন সদস্য আত্মগোপন করে আছে। বিষয়টি পুলিশকে অবহিত করার পর যৌথভাবে অভিযান চালিয়ে উপরোক্ত দুইজনকে আটক করা হয়। পাবনা সদর থানার উপপরিদশর্ক (এসআই) আসাদুজ্জামান বলেন, দীঘির্দন ধরেই আটককৃতরা জালিয়াতি চক্রের সাথে জড়িত ছিল এবং ভতির্ পরীক্ষায় জালিয়াতি করে আসছিল। অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে গেছে।