বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী নোয়াখালীতে বিমানবন্দর করার পরিকল্পনা রয়েছে সরকারের

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২২, ০০:০০

ম স্টাফ রিপোর্টার, নোয়াখালী
বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী বলেছেন বিমান খাতে একটা বড় ধরনের বিপস্নব হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। নোয়াখালীতে পরিত্যক্ত এয়ারস্ট্রিপকে পূর্ণাঙ্গ বিমানবন্দরে রূপান্তরের লক্ষ্যে বিমান পরিবহণ ও পর্যটন কাজ চলছে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী শুক্রবার সকালে নোয়াখালীর সদর উপজেলার চর শুলস্নুকিয়া গ্রামে ১৬ একর ভূমির ওপর নির্মিত পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পরিদর্শনকালে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয় থেকে এর আগেও বিমানবন্দরের স্থানটি পরিদর্শন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আবারও পরিদর্শন করা হচ্ছে। এ সময় নোয়াখালীতে বিমানবন্দর স্থাপনের দাবিতে স্থানীয় লোকজনকে স্স্নোগান দিতে দেখা যায়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ টু্যরিজম বোর্ডের প্রধান নির্বাহী জাবেদ আহমেদ, নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম ও জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।