চবিতে গণিত বিভাগের সুবণর্জয়ন্তী উদযাপন

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

চবি সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) গণিত বিভাগের ৫০ বছরপূতির্ ‘সুবণর্জয়ন্তী উদযাপন উপলক্ষে দুদিন ব্যাপী বিভিন্ন কমর্সূচির উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার বিশ্ববিদ্যালয় জারুলতলায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবতর্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সুবণর্জয়ন্তীর দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনের কমর্সূচি ছিল-বণার্ঢ্য র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, সম্মাননা প্রদান, পরিচিতি ও স্মৃতি কথন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান সূচিত হয়। পূবাের্হ্ন গণিত বিভাগের প্রাক্তন ও বতর্মান শিক্ষাথীর্ এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের অংশগ্রহণে একটি বণার্ঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। প্রধান অতিথির বক্তব্যে, পরিবেশ বন ও জলবায়ু পরিবতর্ন মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, গণিত বিজ্ঞানের একটি মৌলিক বিষয় এবং আধুনিক সভ্যতা বিকাশে গণিতের অসামান্য অবদান অনস্বীকাযর্। দেশের অন্যতম উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান বীর চট্টলার অহংকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষা-গবেষণায় অভ‚তপূবর্ সাফল্য অজর্ন করায় এখন দেশের শীষর্ বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, গণিত বিভাগ এ বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস-ঐতিহ্যের অন্যতম অংশীদার। এ বিভাগের প্রাক্তন শিক্ষাথীর্রা দেশে-বিদেশে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ মযার্দায় অধিষ্ঠিত থেকে বিশ্ববিদ্যালয়ের ভাবমূতিের্ক করেছে সমুজ্জ্বল।