বিএনপির নেতাদের দলীয় মনোনয়নপত্র জমা

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

স্বদেশ ডেস্ক
নরসিংদী-৩ আসনে বিএনপি নেতা গোলাম মোস্তফা খান ফরম জমা দিচ্ছেন Ñযাযাদি
একাদশ জাতীয় সংসদ নিবার্চন সামনে রেখে বিএনপির দলীয় মনোনয়নপত্র জমা দিলেন বিভিন্ন আসনের মনোনয়নপ্রত্যাশী নেতারা। প্রতিনিধি এবং সংবাদদাতার পাঠানো খবর: নরসিংদী-৩ শিবপুর:বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন আট জন প্রাথীর্। এরা হলেন নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মন্জুর এলাহী, বেগম খালেদা জিয়ার আইনজীবি বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো: ছানাউল্লাহ মিয়া, কেন্দ্রীয় কৃষকদলের সহ সভাপতি ও নরসিংদী জেলা বিএনপির সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা খান, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ আবুল হারিস রিকাবদার কালা মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু ও ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক মো: ইকবাল হোসেন, শিবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রফেসর আব্দুল মান্নান খান। কোম্পানীগঞ্জ (নোয়াখালী): নোয়াখালী-৫ আসনে ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের শীষর্ নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের পক্ষে শনিবার সহকারী রিটানির্ং কমর্কতার্ ও কোম্পানীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ফয়সাল আহম্মদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম। কেশবপুর (যশোর): যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহধমির্বষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সহসভাপতি আবু বকর আবু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোকলেসুর রহমান, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলা। আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রাম-১৩ ( আনোয়ারা-কতর্ফুলী) আসনে বিএনপিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম, দক্ষিণ জেলা বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, আহŸায়ক এডভোকেট লোকমান শাহ্, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ আলী আব্বাস, আবু মোহাম্মদ নিপার ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সুমন। গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন, হাফেজ মো. আজিজুল হক, এডভোকেট নূরুল হক, ডা. আব্দুস সেলিম, শরাফ উদ্দিন খান পাঠান, সামছুল হক সামছু, মাহফূজুর রহমান, তানজির চৌধুরী লিলি, আশরাফুল হক সেলিম ও নাসিমুল গণি সোহেল। মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন জমাও দিয়েছেন ফকির মাহবুব আনাম স্বপন, মো. জাকির হোসেন সরকার, মোহাম্মদ আলী, মো. শহিদুল ইসলাম সরকার (শহিদ), খন্দকার আনোয়ারুল হক, মো. আ. সোবহান এবং খুররম খান ইউসুফজাই।